Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীর ছাগলনাইয়ায় ৯৯৯-এ কলে উদ্ধার হল আওয়ামী লীগ নেতা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন ।

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • ৫৮৮ Time View

ফেনীর ছাগলনাইয়ায় ৯৯৯-এ কলে উদ্ধার হল আওয়ামী লীগ নেতা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন ।

আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি –

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের পর আটকে রাখার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ৯৯৯-এ কল দিলে ছাগলনাইয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা থানায় অভিযোগ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দেবপুর গ্রামের ব্যবসায়ী আবুল বশরের সঙ্গে একই এলাকার করিমের দীর্ঘদিন ধরে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিল। বশর আদালতের অনুমতি নিয়ে ঘর নির্মাণের জন্য জায়গা প্রস্তুত করছিলেন। উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন বশরের পক্ষ নিয়েছিলেন। বুধবারও বশরকে দিকনির্দেশনা দিচ্ছিলেন তিনি।

অন্যদিকে, বশরের প্রতিপক্ষ করিমের পক্ষ নেন ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ওবায়েদ উল হক। বুধবার বশর কাজ করার সময় করিম ওবায়েদকে ডেকে নেন। ঘটনাস্থলে এসে মাঈনকে দেখে রেগে যান ওবায়েদ। এসময় দুইজনের বাগবিতণ্ডার একপর্যায়ে ওবায়েদের পক্ষের লোকজন মাঈনকে মারধর করে আটকে রাখেন। এ অবস্থায় ৯৯৯ নম্বরে ফোন করেন ভুক্তভোগী। তবে অভিযুক্ত ইউপি সদস্য ওবায়েদ উল হক বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি। ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার ধর বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাঈনকে উদ্ধার করা হয়। পরে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

ফেনীর ছাগলনাইয়ায় ৯৯৯-এ কলে উদ্ধার হল আওয়ামী লীগ নেতা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন ।

Update Time : ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

ফেনীর ছাগলনাইয়ায় ৯৯৯-এ কলে উদ্ধার হল আওয়ামী লীগ নেতা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন ।

আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি –

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের পর আটকে রাখার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ৯৯৯-এ কল দিলে ছাগলনাইয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা থানায় অভিযোগ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দেবপুর গ্রামের ব্যবসায়ী আবুল বশরের সঙ্গে একই এলাকার করিমের দীর্ঘদিন ধরে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিল। বশর আদালতের অনুমতি নিয়ে ঘর নির্মাণের জন্য জায়গা প্রস্তুত করছিলেন। উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন বশরের পক্ষ নিয়েছিলেন। বুধবারও বশরকে দিকনির্দেশনা দিচ্ছিলেন তিনি।

অন্যদিকে, বশরের প্রতিপক্ষ করিমের পক্ষ নেন ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ওবায়েদ উল হক। বুধবার বশর কাজ করার সময় করিম ওবায়েদকে ডেকে নেন। ঘটনাস্থলে এসে মাঈনকে দেখে রেগে যান ওবায়েদ। এসময় দুইজনের বাগবিতণ্ডার একপর্যায়ে ওবায়েদের পক্ষের লোকজন মাঈনকে মারধর করে আটকে রাখেন। এ অবস্থায় ৯৯৯ নম্বরে ফোন করেন ভুক্তভোগী। তবে অভিযুক্ত ইউপি সদস্য ওবায়েদ উল হক বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি। ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার ধর বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাঈনকে উদ্ধার করা হয়। পরে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।