ফেনীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেমস-শাফিনসহ তারকারা।
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি –
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ফেনীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পৌর আওয়ামী লীগ। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠান মঞ্চে জেমস-শাফিনসহ তারকারা।
জানা যায়, সাংস্কৃতিক সংগঠক রাশেদ মাজহারের সঞ্চালনায় এবং ফেনী পৌর মেয়র ও ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, জেলা ও দায়রা জজ এএসএম রুহুল ইমরান, জেলা পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাফেজ আহম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন কিন্তু বাস্তবায়ন করে যেতে পারেননি। ঘাতকরা বাস্তবায়ন করতে দেয়নি। মহানায়কের সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তার কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ভালো রাখতে দেশের মানুষকে ভাল রাখতে অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের সকলের উচিত তাঁকে সহায়তা করে মিলেমিশে দেশটাকে এগিয়ে নেওয়া।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের পেইজ থেকে পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হয়। এতে প্রবেশাধিকার ছিলো সম্পূর্ণ উন্মুক্ত। গানে গানে ছন্দে-ছন্দে গলাবাজি করে গুরু, উড়ায় ঝাঁকড়া বাউল চুল!
মাইলসের শাফিন আহমেদ তাঁর ’নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনা… ফিরিয়ে দাও, আমার এ প্রেম এভাবে চলে যেও না’ গান গেয়ে শোনান। তার গানের সঙ্গে মাঠ কাঁপিয়ে তোলো ভক্তরা। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে তাদের পরিবেশনা। এদিকে রাত বাড়তেই গানের তালে সুরের ছন্দে মঞ্চ মাতান রকস্টার গুরু নগর বাউল খ্যাত জেমস। তিনি ভক্তদের হৃদয় ছোঁয়া কিছু গান উপহার দেন। নগরবাউলের সুরের সাম্পানে ভাসে দর্শক-শ্রোতারা। এ ছাড়া চট্রগ্রামের ব্যান্ড নাটাই ও শিল্পী আনিকা গান এবং কৌতুক পরিবেশন করেন হারুন কিসিঞ্জার।
এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকালের পর থেকে স্কুল মাঠে দর্শকের ভিড় বাড়তে থাকে। দর্শক-শ্রোতারাদের চাপে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এমনকি রাস্তা থেকেও অনেকে অনুষ্ঠান উপভোগ করেন। এর ফলে সন্ধ্যার মধ্যে কলেজ রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, পর্যাপ্ত সংখ্যক পুলিশ, গোয়েন্দা পুলিশ সিভিলে ও পোশাকে দায়িত্ব পালন করেছে। অনুষ্ঠানটি সুন্দরভাবে নিরাপত্তার সাথে স্বাচ্ছন্দ ও আনন্দপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।
ছাগলনাইয়ায় নিজ অর্থায়নে আহমেদ মাহি রাসেলের কম্বল বিতরণ করেন।
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি –
প্রচন্ড শীতে কাহিল হয়ে পরেছে জনজীবন।লাগাতার প্রবাহকারী তীব্র শীতে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত জবুথবু হয়ে যাচ্ছে। তার ভিতরে খেট খাওয়া ছিন্নমূল মানুষদের জন্য সরকারি ভাবে যে শীতবস্ত্রগুলো বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। এই সব ছিন্নমূল, গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষ যেন এই তীব্র শীত স্পর্শ না করতে পারে সেই লক্ষ্যে নিজ অর্থায়নে ফেনীর ছাগলনাইয়া উপজেলার আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়য়ক সম্পাদক আহমেদ মাহি রাসেল, রবিবার (৮ জানুয়ারি) নিজ বাড়ি পূর্ব দেব পুরে ৫ শ ৫০ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ কালে আহমেদ মাহি রাসেল বলেন, আজকে ভ্যান চালক, রিকসাচালক, ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। সারাদেশে শীতার্ত অসহায় মানুষেরর তীব্র শীতে মানবেতর জীবন যাপন করছে, আমাদের সমাজে অনেক বিত্তবান, রাজনৈতিক,সমাজ সেবকরা আছেন, সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, সবাই সবার অবস্থান থেকে গরীব,ছিন্নমূল, অসহায় শীতার্তদেরকে সহযোগিতা করে মানবতার কল্যানে এগিয়ে আসার।
উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাষ্টার আবুল কালাম বলেন, আজ মানবতার ফেরিওয়ালা আহমেদ মাহি রাসেলের নিজ উদ্যোগে উন্নতমানের কম্বল দেওয়া হলো। এ কম্বল তারা দীর্ঘদিন ব্যবহার করে শীত নিবারণ করতে পারবেন। আমি মনে করি, প্রত্যেকে তাদের জায়গা থেকে সমাজের পিছিয়ে থাকা অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালে আমাদের সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামি উল হক, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, আহমেদ মাহি রাসেলের বাবা কবি ও লেখক ওবায়েদ মজুমদার, ভাই আহমেদ ইসতিয়াক পাভেল ও আহমেদ কায়সার কুশল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মামুন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কালাম, সাবেক মেম্বার নাছির উদ্দিন প্রমূখ।
ফেনীতে সেতু মন্ত্রীর ভূয়া পি,এস গ্রেফতার করা হয়।
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভুয়া পিএস নেজাম উদ্দিনকে গ্রেফতার করেছে ফেনী থানা পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পরিচয়পত্র, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল নম্বারসহ একটি ডায়েরি ও দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতার নেজামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি ভুয়া পরিচয় দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়াকে ফোন দিয়ে ওবায়দুল কাদেরের বাসার পিএস পরিচয়ে ফোন দেন। পরে তার কাছ থেকে অসাধু উপায়ে টাকা চাইলে সন্দেহ হয়। এক পর্যায়ে তিনি ফেনী সদর আসনে (২) এর এমপি ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে বিষয়টি অবগত করেন। তারা উভয়পক্ষই তাকে প্রতারক হিসেবে নিশ্চিত হয়ে, ফেনী থানার পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, স্থানীয় ইউপি সদস্য আলী হোসেনসহ ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদেরের নাম ভাঙিয়ে প্রতারক ও ভুয়া পিএস নেজাম উদ্দিনের বিরুদ্ধে জনপ্রতিনিধি, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দলীয় নেতাদের সঙ্গে নানা সময়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সহ ফেনী উপজেলা চেয়ারম্যান জানান, এধরনের ঘটনা ফেনীতে সে অহরহ করেছে। ভয়ে এতদিন কেউ মুখ খোলেনি। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, তার বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে, পরবর্তীতে তার বিরুদ্ধে আইননুসারে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।