Dhaka ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

“পু‌লিশ খেলাধুলাসহ সামা‌জিক কর্মকাণ্ডে এ‌গিয়ে যাচ্ছে”: ডিআই‌জি এস.এম আক্তারুজ্জামান।

  • Reporter Name
  • Update Time : ০৫:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • ৪১৮ Time View

“পু‌লিশ খেলাধুলাসহ সামা‌জিক কর্মকাণ্ডে এ‌গিয়ে যাচ্ছে”: ডিআই‌জি।

রমজান আহম্মেদ (রঞ্জু), ব্যুরো চীফ, বরিশাল –
ব‌রিশাল রেঞ্জের ডিআই‌জি এস.এম আক্তারুজ্জামান বলেন, বিগত সময়ের থেকে
পু‌লিশ খেলাধুলাসহ সামা‌জিক অন্যান্য কর্মকাণ্ডে অনে‌ক এ‌গিয়ে যাচ্ছে। যেমন-
কাবা‌ডিসহ কিছু ট্র্যাডিশনাল গেম, কালের বিবর্তনে যা হা‌রিয়ে যা‌চ্ছে, সেগুলো
পু‌লিশই আবার ফি‌রিয়ে আনছে।আমরা সকল ধরনের খেলাধুলায় মনোযোগি।
প্রধানমন্ত্রীও পু‌লিশের জন‌্য আলাদা স্পোর্টস কমপ্লেক্স করার চিন্তা করেছেন।
সেটি হলে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় আরও গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখতে
পারবে।বুধবার (১১ জানুয়া‌রি) সকালে নগদ এর সহযোগিতায় জেলা পু‌লিশের আয়োজনে
‌আন্তঃ‌জেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির
বক্তব্যে এ সব কথা বলেন তি‌নি।নগদকে ধন‌্যবাদ জা‌নিয়ে ডিআই‌জি বলেন,
আজকের মতো ভবিষ‌্যতেও আপনারা থা‌কবেন আমাদের পাশে। খেলাধুলার জন‌্য মাঠের
স্বল্পতা থাকায় আমাদের এ মাঠে আমাদের ছেলেদের পাশাপা‌শি বা‌হিরের ছেলেরাও
খেলাধুলা করছে। আমরা এ মাঠ‌টিকে আগের থেকে অনেক উন্নত করে‌ছি, ভ‌বিষ‌্যতেও
এ ধারা অব‌্যাহত থাকবে।জেলা পু‌লিশ সুপার ওয়া‌হিদুল ইসলা‌ম-‌বি‌পিএম এর
সভাপতিত্বে এতে বিশেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন, ব‌রিশাল রেঞ্জের
অ‌তি‌রিক্ত ডিআই‌জি মো. ফারুক উল হক-‌পি‌পিএম, নগদ লি‌মিটেডের এক্সটার্নাল
অ‌্যাফেয়ার্স ডি‌ভিশনের প‌রিচালক লে. কর্নেল (অব.) মো. কাওসার সওকত আলী,
অ‌তি‌রিক্ত প‌রিচালক এম মাহবুব আলম-‌পি‌পিএম, ব‌রিশাল জেলা ক্রিড়া অ‌ফিসার
হুসাইন আহমাদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলার অ‌তি‌রিক্ত পুলিশ সুপার ফরহাদ

সরদার। উল্লেখ‌্য, এ টুর্নামেন্টে ছয় জেলার ৬টি ও রেঞ্জ রিজার্ভ ফোর্স
(আরআরএফ) এর সদস‌্যদের এক‌টিসহ মোট ৭টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী
ম‌্যা‌চটি পিরোজপুর ও ঝালাকা‌ঠি জেলা পু‌লি‌শ দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
তারিখঃ ১১-০১-২০২৩
মোবাঃ ০১৬২০-৮৪৯৬০১

বরিশালে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে ‘উন্নয়নের ফানুস ফুটো হয়ে গেছে’।
রমজান আহম্মেদ (রঞ্জু), ব্যুরো চীফ, বরিশাল –
বরিশালের রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তি এবং হামলা, মামলা, গুম ও খুন
বন্ধের দাবিতে বরিশালে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার
(১১ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) বরিশাল বিভাগের
সমন্বয়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি
আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, গণ অধিকার
পরিষদের জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল। আরও উপস্থিত ছিলেন গণসংহতি
আন্দোলন বরিশাল জেলার সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা,
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় সদস্য সমীরন হালদার, গণ
অধিকার পরিষদের জেলার সহ-সদস্য সচিব শামীম রেজা, সদর উপজেলার আহ্বায়ক
গোলাম কিবরিয়া, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি জাবের মোহাম্মদ,
সাংগঠনিক সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, ছাত্র অধিকার পরিষদের মহানগর শাখার
অর্থ সম্পাদক গোলাম রাব্বি প্রমুখ।  এ সময় নেতারা বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদি
কর্তৃত্ববাদী সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতাকর্মীদের
ওপর দমন-পীড়ন চালাচ্ছে, গুলিবর্ষণ করে হত্যা করছে। জনগণের সংগঠিত হওয়ার
সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করে ভোটহীন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকার
ক্ষমতায় টিকে থাকতে মানুষ খুনের মতো ঘৃণ্য পন্থা বেছে নিয়েছে। বাংলাদেশসহ সারা
বিশ্বের ইতিহাস সাক্ষ্য দেয়, এভাবে দমন করে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না। জনগনের
অভ্যুত্থানে এই সরকারের পতন ঘটবে। ’তারা বলেন, ‘গণরোষে ভীত সরকারের মাথা
খারাপ হয়ে গেছে। এই সরকার কেবল ত্রাস সৃষ্টি করছে না, তারা উন্নয়নের নামে
নিজেদের গুম-খুন জায়েজ করার চেষ্টা করছে। সরকারের লুটপাটের নীতির কারণে দেশের
অর্থনীতির আজ ভঙ্গুর দশা। তাদের উন্নয়নের ফানুস ফুটো হয়ে গেছে। সরকার
নিজেদের লোক দিয়ে এই লুটপাট জারি রেখেছে। আর এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে
মানুষ যখনই রাস্তায় নামে তখনই ছাত্রলীগ, যুবলীগ দিয়ে হামলা চালানো হয়। সারাদেশে
বর্তমানে মানুষের ন্যায্য আন্দোলনে পুলিশ দিয়ে গুলি চালাচ্ছে। এক ব্যক্তির
আধিপত্য কায়েমে দেশের সমগ্র প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নেতারা
অত্যাচার, দমন, পীড়ন, নির্যাতন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য

গড়ে তোলা এবং ফ্যাসিবাদী সরকার ও শাসন ব্যবস্থার পতনের লড়াইকে জোরদার
করার আহ্বান জানান।
তারিখঃ ১১-০১-২০২৩
মোবাঃ ০১৬২০-৮৪৯৬০১

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

“পু‌লিশ খেলাধুলাসহ সামা‌জিক কর্মকাণ্ডে এ‌গিয়ে যাচ্ছে”: ডিআই‌জি এস.এম আক্তারুজ্জামান।

Update Time : ০৫:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩

“পু‌লিশ খেলাধুলাসহ সামা‌জিক কর্মকাণ্ডে এ‌গিয়ে যাচ্ছে”: ডিআই‌জি।

রমজান আহম্মেদ (রঞ্জু), ব্যুরো চীফ, বরিশাল –
ব‌রিশাল রেঞ্জের ডিআই‌জি এস.এম আক্তারুজ্জামান বলেন, বিগত সময়ের থেকে
পু‌লিশ খেলাধুলাসহ সামা‌জিক অন্যান্য কর্মকাণ্ডে অনে‌ক এ‌গিয়ে যাচ্ছে। যেমন-
কাবা‌ডিসহ কিছু ট্র্যাডিশনাল গেম, কালের বিবর্তনে যা হা‌রিয়ে যা‌চ্ছে, সেগুলো
পু‌লিশই আবার ফি‌রিয়ে আনছে।আমরা সকল ধরনের খেলাধুলায় মনোযোগি।
প্রধানমন্ত্রীও পু‌লিশের জন‌্য আলাদা স্পোর্টস কমপ্লেক্স করার চিন্তা করেছেন।
সেটি হলে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় আরও গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখতে
পারবে।বুধবার (১১ জানুয়া‌রি) সকালে নগদ এর সহযোগিতায় জেলা পু‌লিশের আয়োজনে
‌আন্তঃ‌জেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির
বক্তব্যে এ সব কথা বলেন তি‌নি।নগদকে ধন‌্যবাদ জা‌নিয়ে ডিআই‌জি বলেন,
আজকের মতো ভবিষ‌্যতেও আপনারা থা‌কবেন আমাদের পাশে। খেলাধুলার জন‌্য মাঠের
স্বল্পতা থাকায় আমাদের এ মাঠে আমাদের ছেলেদের পাশাপা‌শি বা‌হিরের ছেলেরাও
খেলাধুলা করছে। আমরা এ মাঠ‌টিকে আগের থেকে অনেক উন্নত করে‌ছি, ভ‌বিষ‌্যতেও
এ ধারা অব‌্যাহত থাকবে।জেলা পু‌লিশ সুপার ওয়া‌হিদুল ইসলা‌ম-‌বি‌পিএম এর
সভাপতিত্বে এতে বিশেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন, ব‌রিশাল রেঞ্জের
অ‌তি‌রিক্ত ডিআই‌জি মো. ফারুক উল হক-‌পি‌পিএম, নগদ লি‌মিটেডের এক্সটার্নাল
অ‌্যাফেয়ার্স ডি‌ভিশনের প‌রিচালক লে. কর্নেল (অব.) মো. কাওসার সওকত আলী,
অ‌তি‌রিক্ত প‌রিচালক এম মাহবুব আলম-‌পি‌পিএম, ব‌রিশাল জেলা ক্রিড়া অ‌ফিসার
হুসাইন আহমাদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলার অ‌তি‌রিক্ত পুলিশ সুপার ফরহাদ

সরদার। উল্লেখ‌্য, এ টুর্নামেন্টে ছয় জেলার ৬টি ও রেঞ্জ রিজার্ভ ফোর্স
(আরআরএফ) এর সদস‌্যদের এক‌টিসহ মোট ৭টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী
ম‌্যা‌চটি পিরোজপুর ও ঝালাকা‌ঠি জেলা পু‌লি‌শ দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
তারিখঃ ১১-০১-২০২৩
মোবাঃ ০১৬২০-৮৪৯৬০১

বরিশালে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে ‘উন্নয়নের ফানুস ফুটো হয়ে গেছে’।
রমজান আহম্মেদ (রঞ্জু), ব্যুরো চীফ, বরিশাল –
বরিশালের রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তি এবং হামলা, মামলা, গুম ও খুন
বন্ধের দাবিতে বরিশালে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার
(১১ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) বরিশাল বিভাগের
সমন্বয়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি
আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, গণ অধিকার
পরিষদের জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল। আরও উপস্থিত ছিলেন গণসংহতি
আন্দোলন বরিশাল জেলার সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা,
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় সদস্য সমীরন হালদার, গণ
অধিকার পরিষদের জেলার সহ-সদস্য সচিব শামীম রেজা, সদর উপজেলার আহ্বায়ক
গোলাম কিবরিয়া, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি জাবের মোহাম্মদ,
সাংগঠনিক সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, ছাত্র অধিকার পরিষদের মহানগর শাখার
অর্থ সম্পাদক গোলাম রাব্বি প্রমুখ।  এ সময় নেতারা বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদি
কর্তৃত্ববাদী সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতাকর্মীদের
ওপর দমন-পীড়ন চালাচ্ছে, গুলিবর্ষণ করে হত্যা করছে। জনগণের সংগঠিত হওয়ার
সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করে ভোটহীন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকার
ক্ষমতায় টিকে থাকতে মানুষ খুনের মতো ঘৃণ্য পন্থা বেছে নিয়েছে। বাংলাদেশসহ সারা
বিশ্বের ইতিহাস সাক্ষ্য দেয়, এভাবে দমন করে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না। জনগনের
অভ্যুত্থানে এই সরকারের পতন ঘটবে। ’তারা বলেন, ‘গণরোষে ভীত সরকারের মাথা
খারাপ হয়ে গেছে। এই সরকার কেবল ত্রাস সৃষ্টি করছে না, তারা উন্নয়নের নামে
নিজেদের গুম-খুন জায়েজ করার চেষ্টা করছে। সরকারের লুটপাটের নীতির কারণে দেশের
অর্থনীতির আজ ভঙ্গুর দশা। তাদের উন্নয়নের ফানুস ফুটো হয়ে গেছে। সরকার
নিজেদের লোক দিয়ে এই লুটপাট জারি রেখেছে। আর এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে
মানুষ যখনই রাস্তায় নামে তখনই ছাত্রলীগ, যুবলীগ দিয়ে হামলা চালানো হয়। সারাদেশে
বর্তমানে মানুষের ন্যায্য আন্দোলনে পুলিশ দিয়ে গুলি চালাচ্ছে। এক ব্যক্তির
আধিপত্য কায়েমে দেশের সমগ্র প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নেতারা
অত্যাচার, দমন, পীড়ন, নির্যাতন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য

গড়ে তোলা এবং ফ্যাসিবাদী সরকার ও শাসন ব্যবস্থার পতনের লড়াইকে জোরদার
করার আহ্বান জানান।
তারিখঃ ১১-০১-২০২৩
মোবাঃ ০১৬২০-৮৪৯৬০১