জিন্নুর রহমান, জেলা প্রতিনিধি রংপুরঃ
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে ২১, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী সাংবাদিক আনছার আলীর সহধর্মিণী, সমাজসেবক মোছাঃ লাভলী আনছার প্রার্থী হিসেবে এখন থেকে প্রচারণা চালাচ্ছেন।মানবতা ও সমাজসেবার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টিকারী মোছাঃ লাভলী আনছার জনপ্রিয়তার শীর্ষে। মহিলা কাউন্সিলর প্রার্থী লাভলী আনছার দৈনিক আশ্রয় প্রতিদিনের জেলা প্রতিনিধিকে জানান, ২১,২৬ ও ২৭ নং ওয়ার্ডের গরীব অসহায় মেহনতি মানুষদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চান। তাদেরকে যেন মেয়র- কাউন্সিলরের পিছনে ছুটতে না হয়। বরং মেয়র- কাউন্সিলরা যেন অসহায় দারিদ্র্য দুর্দশাগ্রস্থ্য মানুষদের খুঁজে সেবা পৌঁছে দিতে পারে এই হোক মেয়র- কাউন্সিলরদের মূলনীতি। সর্বশেষ সকলের নিকট তিনি দোয়া চেয়ে বলেন, মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে সবাই আমার জন্য দোয়া করবেন। এবং সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।
এ বিষয়ে স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রার্থীগণ প্রতিটি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করেছেন ভোটের জন্য, তবে এসব বিষয় থেকে একটু এগিয়ে রয়েছেন এবং সকলের মুখে মুখে রয়েছেন লাভলী আনছার। কারণ তিনি একজন সৎ ও নিষ্ঠাবান নেত্রী। তিনি অল্প বয়সে মানবতার সেবিকা হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন। তার মধ্যে সততার আলো দেখেছেন স্থানীয় ভোটাররা।
তারিখঃ ১২/১০/২২ইং
মোঃ জিন্নুর রহমান
জেলা প্রতিনিধি, রংপুর
০১৭৩৩১৭৩৭৮৪