বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৩ টি ব্যবসা প্রতিষ্টানে জরিমানা আদায়।
জামাল কাড়াল বরিশাল –
বরিশাল জেলার গৌরনদী উপজেলায় বিভিন্ন বাজারে বাজার তদারকিমূলক অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ০৩ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে (০১ টি মুদি দোকান, ০১ টি চালের আড়ত, ০১ টি মিষ্টান্ন ভাণ্ডার) ১৭,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ১৯ জানুয়ারি বৃহপতিবার সকাল ১২ টার দিকে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশাল মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুমি রাণী মিত্র।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন গৌরনদী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব শঙ্কর কুমার দাস এবং গৌরনদী থানা পুলিশ এর একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম :
বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৩ টি ব্যবসা প্রতিষ্টানে জরিমানা আদায়।
- Reporter Name
- Update Time : ০৬:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- ৭৫৮ Time View
Tag :
আলোচিত