Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাধবপুরের সীমান্তবর্তী এলাকায় মাদকের ট্রানজিট রোড। মাদক পাচার করতে গিয়ে সীমান্তে এলাকায় অপ্রীতিকর ঘটনাও ঘটছে।

  • Reporter Name
  • Update Time : ০৭:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৬৯ Time View
মাধবপুরের সীমান্তবর্তী এলাকায় মাদকের ট্রানজিট রোড। 
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে চারটি ইউনিয়ন সীমান্তবর্তী গ্রামগুলোতে সন্ধ্যা নামতেই তৎপর হয়ে ওঠে মাদক পাচারকারি ও দালালরা। সুযোগ বুঝে,লাইনম্যান, মুঠোফোনে সংকেত দেন,লাইন ক্লিয়ার।এরপর সীমান্তের দিকে এগোতে থাকেন ভারীরা। ফসলি জমির আল ধরে হামাগুড়ি দিয়ে শূন্যরেখার কাছে পৌঁছানোর পর সংকেত দিলে ওপার থেকে মালামাল ছুড়ে দেন ভারতীয় পাচারকারীরা। দ্রুত সেগুলো সংগ্রহ করে ফিরে আসেন তারা।সম্প্রতি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর, আলীনগর, কালিকাপুর , চৌমুহনী ইউনিয়নের রামনগর, কমলপুর, রাজনগর, বহরা ইউনিয়নের শ্রীধরপুর, কৃষ্ণপুর, শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও, জালুয়াবাদ সীমান্ত এলাকা ঘুরে মাদক চোরাচালানের এ চিত্র পাওয়া গেছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সীমান্তের মাদক ব্যবসায়ীদের বলা হয় মহাজন। মাদক আনার জন্য মহাজন যাদের নিয়োগ করেন, তাদের বলা হয় ‘ভারী’। অভিযোগ রয়েছে, সীমান্তের অবস্থা জানানোর জন্য ‘লাইনম্যান’ হিসেবে কাজ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্সরা।‘লাইন ক্লিয়ার’ অর্থ হচ্ছে মাদক আনার সুবিধাজনক সময়। স্থানীয় বাসিন্দা, চোরাচালানে জড়িত ব্যক্তি, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, এক যুগ আগেও মাধবপুরের সীমান্ত এলাকাগুলো দিয়ে পাচার হওয়া মালামালের তালিকায় গরু, লবণ, চিনি, সাইকেল, জিরা, কাপড়ের মতো পণ্যের প্রাধান্য ছিল। লাভ বেশি হওয়ায় এসব পণ্যের বদলে আসছে মাদক। যার বেশিরভাগই ফেনসিডিল। এছাড়া আছে ইয়াবা, গাঁজা, মদ ও নেশাজাতীয় ইনজেকশন। সেই সাথে আসছে ভারতীয় মোবাইল ফোন এবং কসমেটিকস।সীমান্ত দিয়ে অবাধে মাদক আসায় একদিকে জেলায় বাড়ছে মাদকসেবীর সংখ্যা, অন্যদিকে মাদক পাচার করতে গিয়ে সীমান্তে এলাকায় অপ্রীতিকর ঘটনাও ঘটছে।
হবিগঞ্জের স্থানীয় কয়েকটি সংবাদপত্র ঘেঁটে দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সীমান্তে বিজিবি, পুলিশ, র‌্যাব, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে বিভিন্ন সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক চোরাকারবারিরা আটক হয়েছে।মাধবপুর থানার সূত্র মতে জানা যায়, উপজেলায় মাদকদ্রব্য পাচারের সবচেয়ে বড় রোড মোহনপুর, আলীনগর, কালিকাপুর, রামনগর, শ্রীধরপুর, জালুয়াবাদ, বনগাঁও সীমান্ত। এ ৪ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত ১০০ জন মাদকসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য চোরাচালানের কাজে যুক্ত বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। তাদের এক-তৃতীয়াংশই ১৫-৩৫ বছর বয়সী। মহাজন রয়েছেন অর্ধশতাধিক। খুচরা বিক্রেতা হিসেবে নারী মাদক ব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে।মাধবপুর সীমান্তের হবিগঞ্জ ৫৫ বিজিবির অধীনে রয়েছে ৪টি বিওপি (মনতলা, হরিণখোলা, রাজেন্দ্রপুর, তেলিয়াপাড়া)। বাকি ধর্মঘর ইউনিয়নের (ধর্মঘর বিওপি, হরষপুর বিওপি, বড়জ্বালা বিওপি) অংশ ২৫ বিজিবির অধীনে পড়েছে। বিজিবি ৫৫ ও ২৫ ব্যাটালিয়নের অধীনে রয়েছে ৭টি বিওপি ক্যাম্প।নাম প্রকাশ না করার শর্তে মোহনপুর ও কালিকাপুর গ্রামের এক মাদক পাচারকারী বলেন, সন্ধ্যার পর থেকেই তাদের সজাগ থাকতে হয়। রাতের যেকোনো সময় ‘লাইন ক্লিয়ারের’ সংকেত আসে। অনেক সময় সংকেত আসতে ভোর হয়ে যায়। সংকেত পেলেই ছোটেন সীমান্তে। আত্মরক্ষার জন্য সঙ্গে থাকে টর্চলাইট, দা। ভারতীয়দের ছুড়ে দেওয়া মাদকদ্রব্য এনে পুকুরপাড়, ঝোপঝাড়ে, পরিত্যক্ত ঘরে রেখে দেন। পরে সুবিধাজনক সময়ে মহাজনের কাছে পৌঁছান। এক রাতে ১০০ বোতল ফেনসিডিল সীমান্ত থেকে ৫০০ মিটার দূরত্বে নিরাপদে সরিয়ে আনলে মহাজনের কাছ থেকে তিন থেকে পাঁচ হাজার পর্যন্ত টাকা পাওয়া যায়। ‘ভারীদের’ সঙ্গে কথা বলে জানা গেছে, ভারীদের কাছে মাল বুঝে পাওয়ার পর সবুজ সংকেত পেলে এজেন্টের মাধ্যমে ভারতীয় মাদক ব্যবসায়ীদের টাকা পরিশোধ করেন বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা।সীমান্ত দিয়ে যত মাদক আসে, তার খুব কমই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. রাজ্জাক জানান, মাধবপুর সীমান্ত এলাকায় ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত থানা পুলিশের অভিযানে ৪০৮ জন আসামি বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছেন। এর মধ্যে ১৮১৮ কেজি গাঁজা ২১ হাজার ৫ শ ৯০ পিস ইয়াবা ১৫২ বোতল বিদেশি মদ, ১৪৭ লিটার দেশি মদ, ১৬০টি বিয়ার ক্যান ও ১৯শ ৫৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জব্দ করি এবং ২৯৯টি রুজু মামলা রুজু করি। মাদক নির্মূলে মাধবপুর থানা পুলিশ জিরো টলারেন্স, মাদকের ব্যাপারে কোন আপোষ নাই।সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন, মাদক পাচারকারীরা এলাকায় অনেক প্রভাবশালী। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ আছে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না বলে অভিযোগ রয়েছে।মোহনপুর সীমান্তের যুবক রহিম বলেন, ‘কার কাছে অভিযোগ দেব? অভিযোগ দিলে উল্টো মালসহ যদি ফাঁসায় দেয়, এই ভয়ে এলাকার কেউ জোর গলায় কোনো প্রতিবাদে যায় না। মাদক ব্যবসার টাকার ভাগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছেও যায় বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।
তবে অভিযোগ অস্বীকার করে ধর্মঘর সীমান্ত বিটে দায়িত্বরত পুলিশের এসআই ইসমাইল হোসেন বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করেন। পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করার পাশাপাশি মাদক নির্মূলে কাজ করছে পুলিশ।বিজিবির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সরাইল ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ। সীমান্ত দিয়ে মাদক আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,মাদক নিয়ন্ত্রণে রাতদিন পরিশ্রম করে যাচ্ছে বিজিবি। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।’এ ব্যাপারে কথা হয় হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খানের সঙ্গে। তিনি বলেন, আমি নতুন যোগদান করেছি। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় ৪টি বিওপি রয়েছে। মাদকের সাথে আমাদের কোন আপোষ নাই। ‘মাদক নিয়ন্ত্রণে আমাদের সদস্যরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। বিজিবির পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।প্রতিদিনই পশ্চিমে আকাশে সূর্য হেলে পড়তেই শুরু হয় মাদকসেবীদের ছোটাছুটি। ফেনসিডিলের খোঁজে বাইকে চেপে তারা চলে যান সীমান্তঘেঁষা এলাকাগুলোতে। মাদকসেবী ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী ধর্মঘরের মোহনপুর, মুড়াবাড়ি, কালিকাপুর, আলীনগর, সস্তামোড়া, শিয়ালউড়ি, চৌমুহনী ইউনিয়নের কমলপুর, চৈতন্যপুর, রামনগর এবং বহরা ইউনিয়নের শ্রীধরপুর, দুলর্ভপুর এলাকা মাদক বিক্রির জন্য পরিচিত হয়ে উঠেছে।ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল বলেন, সন্ধ্যার আগে থেকে শুরু হয় রাত ৯টা পর্যন্ত থেকে সর্বনিম্ন এক/দেড়শ মোটরসাইকেল ধর্মঘরের ভিতর আসে। প্রতিটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন পর্যন্ত আসে। মাদক সেবন করে চলে যায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন মাদকসেবী জানান, এমন অনেকেই মাদকসেবী আছেন,  নিয়মিত মুঠোফোনে যোগাযোগ করে মাদক নেন জন্য, কিন্তু সামনাসামনি কখনো দেখাই হয়নি। মাদক সেবন শেষে নির্দিষ্ট কিছু জায়গার চায়ের দোকানে আড্ডায় বসেন মাদকসেবীরা। দোকানির কাছে তাদের চাহিদা থাকে, বেশি চিনির চা।
এ ব‍্যাপারে মাধবপুর (সার্কেল) এএসপি নির্মলেন্দু চন্দ চক্রবর্তী বলেন, যেসব রোডে মাদক পাচারকারিদের যাতায়াত আছে সেখানে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করায় মাদক কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পারিবারিক সচেতনতা ও তৃণমূল পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসা খুব জরুরি।
বার্তা প্রেরক
নাহিদ মিয়া
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
০১৭৫০০০৪৬৭৫
০১৭৫২১৮২৪৬৭
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

মাধবপুরের সীমান্তবর্তী এলাকায় মাদকের ট্রানজিট রোড। মাদক পাচার করতে গিয়ে সীমান্তে এলাকায় অপ্রীতিকর ঘটনাও ঘটছে।

Update Time : ০৭:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
মাধবপুরের সীমান্তবর্তী এলাকায় মাদকের ট্রানজিট রোড। 
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে চারটি ইউনিয়ন সীমান্তবর্তী গ্রামগুলোতে সন্ধ্যা নামতেই তৎপর হয়ে ওঠে মাদক পাচারকারি ও দালালরা। সুযোগ বুঝে,লাইনম্যান, মুঠোফোনে সংকেত দেন,লাইন ক্লিয়ার।এরপর সীমান্তের দিকে এগোতে থাকেন ভারীরা। ফসলি জমির আল ধরে হামাগুড়ি দিয়ে শূন্যরেখার কাছে পৌঁছানোর পর সংকেত দিলে ওপার থেকে মালামাল ছুড়ে দেন ভারতীয় পাচারকারীরা। দ্রুত সেগুলো সংগ্রহ করে ফিরে আসেন তারা।সম্প্রতি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর, আলীনগর, কালিকাপুর , চৌমুহনী ইউনিয়নের রামনগর, কমলপুর, রাজনগর, বহরা ইউনিয়নের শ্রীধরপুর, কৃষ্ণপুর, শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও, জালুয়াবাদ সীমান্ত এলাকা ঘুরে মাদক চোরাচালানের এ চিত্র পাওয়া গেছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সীমান্তের মাদক ব্যবসায়ীদের বলা হয় মহাজন। মাদক আনার জন্য মহাজন যাদের নিয়োগ করেন, তাদের বলা হয় ‘ভারী’। অভিযোগ রয়েছে, সীমান্তের অবস্থা জানানোর জন্য ‘লাইনম্যান’ হিসেবে কাজ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্সরা।‘লাইন ক্লিয়ার’ অর্থ হচ্ছে মাদক আনার সুবিধাজনক সময়। স্থানীয় বাসিন্দা, চোরাচালানে জড়িত ব্যক্তি, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, এক যুগ আগেও মাধবপুরের সীমান্ত এলাকাগুলো দিয়ে পাচার হওয়া মালামালের তালিকায় গরু, লবণ, চিনি, সাইকেল, জিরা, কাপড়ের মতো পণ্যের প্রাধান্য ছিল। লাভ বেশি হওয়ায় এসব পণ্যের বদলে আসছে মাদক। যার বেশিরভাগই ফেনসিডিল। এছাড়া আছে ইয়াবা, গাঁজা, মদ ও নেশাজাতীয় ইনজেকশন। সেই সাথে আসছে ভারতীয় মোবাইল ফোন এবং কসমেটিকস।সীমান্ত দিয়ে অবাধে মাদক আসায় একদিকে জেলায় বাড়ছে মাদকসেবীর সংখ্যা, অন্যদিকে মাদক পাচার করতে গিয়ে সীমান্তে এলাকায় অপ্রীতিকর ঘটনাও ঘটছে।
হবিগঞ্জের স্থানীয় কয়েকটি সংবাদপত্র ঘেঁটে দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সীমান্তে বিজিবি, পুলিশ, র‌্যাব, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে বিভিন্ন সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক চোরাকারবারিরা আটক হয়েছে।মাধবপুর থানার সূত্র মতে জানা যায়, উপজেলায় মাদকদ্রব্য পাচারের সবচেয়ে বড় রোড মোহনপুর, আলীনগর, কালিকাপুর, রামনগর, শ্রীধরপুর, জালুয়াবাদ, বনগাঁও সীমান্ত। এ ৪ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত ১০০ জন মাদকসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য চোরাচালানের কাজে যুক্ত বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। তাদের এক-তৃতীয়াংশই ১৫-৩৫ বছর বয়সী। মহাজন রয়েছেন অর্ধশতাধিক। খুচরা বিক্রেতা হিসেবে নারী মাদক ব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে।মাধবপুর সীমান্তের হবিগঞ্জ ৫৫ বিজিবির অধীনে রয়েছে ৪টি বিওপি (মনতলা, হরিণখোলা, রাজেন্দ্রপুর, তেলিয়াপাড়া)। বাকি ধর্মঘর ইউনিয়নের (ধর্মঘর বিওপি, হরষপুর বিওপি, বড়জ্বালা বিওপি) অংশ ২৫ বিজিবির অধীনে পড়েছে। বিজিবি ৫৫ ও ২৫ ব্যাটালিয়নের অধীনে রয়েছে ৭টি বিওপি ক্যাম্প।নাম প্রকাশ না করার শর্তে মোহনপুর ও কালিকাপুর গ্রামের এক মাদক পাচারকারী বলেন, সন্ধ্যার পর থেকেই তাদের সজাগ থাকতে হয়। রাতের যেকোনো সময় ‘লাইন ক্লিয়ারের’ সংকেত আসে। অনেক সময় সংকেত আসতে ভোর হয়ে যায়। সংকেত পেলেই ছোটেন সীমান্তে। আত্মরক্ষার জন্য সঙ্গে থাকে টর্চলাইট, দা। ভারতীয়দের ছুড়ে দেওয়া মাদকদ্রব্য এনে পুকুরপাড়, ঝোপঝাড়ে, পরিত্যক্ত ঘরে রেখে দেন। পরে সুবিধাজনক সময়ে মহাজনের কাছে পৌঁছান। এক রাতে ১০০ বোতল ফেনসিডিল সীমান্ত থেকে ৫০০ মিটার দূরত্বে নিরাপদে সরিয়ে আনলে মহাজনের কাছ থেকে তিন থেকে পাঁচ হাজার পর্যন্ত টাকা পাওয়া যায়। ‘ভারীদের’ সঙ্গে কথা বলে জানা গেছে, ভারীদের কাছে মাল বুঝে পাওয়ার পর সবুজ সংকেত পেলে এজেন্টের মাধ্যমে ভারতীয় মাদক ব্যবসায়ীদের টাকা পরিশোধ করেন বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা।সীমান্ত দিয়ে যত মাদক আসে, তার খুব কমই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. রাজ্জাক জানান, মাধবপুর সীমান্ত এলাকায় ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত থানা পুলিশের অভিযানে ৪০৮ জন আসামি বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছেন। এর মধ্যে ১৮১৮ কেজি গাঁজা ২১ হাজার ৫ শ ৯০ পিস ইয়াবা ১৫২ বোতল বিদেশি মদ, ১৪৭ লিটার দেশি মদ, ১৬০টি বিয়ার ক্যান ও ১৯শ ৫৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জব্দ করি এবং ২৯৯টি রুজু মামলা রুজু করি। মাদক নির্মূলে মাধবপুর থানা পুলিশ জিরো টলারেন্স, মাদকের ব্যাপারে কোন আপোষ নাই।সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন, মাদক পাচারকারীরা এলাকায় অনেক প্রভাবশালী। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ আছে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না বলে অভিযোগ রয়েছে।মোহনপুর সীমান্তের যুবক রহিম বলেন, ‘কার কাছে অভিযোগ দেব? অভিযোগ দিলে উল্টো মালসহ যদি ফাঁসায় দেয়, এই ভয়ে এলাকার কেউ জোর গলায় কোনো প্রতিবাদে যায় না। মাদক ব্যবসার টাকার ভাগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছেও যায় বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।
তবে অভিযোগ অস্বীকার করে ধর্মঘর সীমান্ত বিটে দায়িত্বরত পুলিশের এসআই ইসমাইল হোসেন বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করেন। পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করার পাশাপাশি মাদক নির্মূলে কাজ করছে পুলিশ।বিজিবির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সরাইল ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ। সীমান্ত দিয়ে মাদক আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,মাদক নিয়ন্ত্রণে রাতদিন পরিশ্রম করে যাচ্ছে বিজিবি। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।’এ ব্যাপারে কথা হয় হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খানের সঙ্গে। তিনি বলেন, আমি নতুন যোগদান করেছি। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় ৪টি বিওপি রয়েছে। মাদকের সাথে আমাদের কোন আপোষ নাই। ‘মাদক নিয়ন্ত্রণে আমাদের সদস্যরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। বিজিবির পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।প্রতিদিনই পশ্চিমে আকাশে সূর্য হেলে পড়তেই শুরু হয় মাদকসেবীদের ছোটাছুটি। ফেনসিডিলের খোঁজে বাইকে চেপে তারা চলে যান সীমান্তঘেঁষা এলাকাগুলোতে। মাদকসেবী ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী ধর্মঘরের মোহনপুর, মুড়াবাড়ি, কালিকাপুর, আলীনগর, সস্তামোড়া, শিয়ালউড়ি, চৌমুহনী ইউনিয়নের কমলপুর, চৈতন্যপুর, রামনগর এবং বহরা ইউনিয়নের শ্রীধরপুর, দুলর্ভপুর এলাকা মাদক বিক্রির জন্য পরিচিত হয়ে উঠেছে।ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল বলেন, সন্ধ্যার আগে থেকে শুরু হয় রাত ৯টা পর্যন্ত থেকে সর্বনিম্ন এক/দেড়শ মোটরসাইকেল ধর্মঘরের ভিতর আসে। প্রতিটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন পর্যন্ত আসে। মাদক সেবন করে চলে যায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন মাদকসেবী জানান, এমন অনেকেই মাদকসেবী আছেন,  নিয়মিত মুঠোফোনে যোগাযোগ করে মাদক নেন জন্য, কিন্তু সামনাসামনি কখনো দেখাই হয়নি। মাদক সেবন শেষে নির্দিষ্ট কিছু জায়গার চায়ের দোকানে আড্ডায় বসেন মাদকসেবীরা। দোকানির কাছে তাদের চাহিদা থাকে, বেশি চিনির চা।
এ ব‍্যাপারে মাধবপুর (সার্কেল) এএসপি নির্মলেন্দু চন্দ চক্রবর্তী বলেন, যেসব রোডে মাদক পাচারকারিদের যাতায়াত আছে সেখানে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করায় মাদক কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পারিবারিক সচেতনতা ও তৃণমূল পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসা খুব জরুরি।
বার্তা প্রেরক
নাহিদ মিয়া
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
০১৭৫০০০৪৬৭৫
০১৭৫২১৮২৪৬৭