Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ার আলাউদ্দিন নগর মুখরিত ছিল পিঠা উৎসব ও কৃষি মেলায়।

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ৪২৪ Time View
কুষ্টিয়ার আলাউদ্দিন নগর মুখরিত ছিল পিঠা উৎসব ও কৃষি মেলায়।
জেলা প্রতিনিধিঃ
বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। যখনই পিঠা-পায়েস, পুলি কিংবা নাড়ুর কথা উঠে তখনি শীত ঋতুটি আমাদের চোখে ভাসে। প্রতি শীতেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা পুলির উৎসব। তেমনি গত শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী পার্কের মাঠ প্রাঙ্গনে পিঠা উৎসব ও কৃষি মেলার আয়োজন করে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন। খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। তবে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার। শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়। প্রাণের টানে ছুটে আসা সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠেছে উৎসবস্থল। শীতের পিঠা-পুলিসহ নানা বৈচিত্রময় পিঠার পসরা সাজিয়ে উৎসবে আগত দর্শনার্থীদের মনোযোগ কেড়েছে পিঠা উৎসবে অংশ নেয় স্টলগুলো। সেই পসরায় মুগ্ধ হয়ে স্টলে স্টলে পিঠা খেতে ভিড় জমিয়েছেন সকল বয়সের মানুষ।
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার সকাল ৯টার সময় পিঠা উৎসব ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন, বিশিষ্ঠ শিল্পপতি, সমাজসেবক আলাউদ্দিন নগরের রূপকার ও শিক্ষাপল্লীর জনক দানবীর আলাউদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাঙালির ঐতিহ্য প্রবাহেরই একটি অংশ হচ্ছে পিঠা। এ দেশের লোক সংস্কৃতিরও অংশ সবার প্রিয় এই খাদ্যটি। আর পিঠা শিল্পীদের বানানো প্রতিটি পিঠায় থাকে প্রাণের ছোঁয়া, মিশে থাকে আবেগ যা পৃথিবীতে বিরল। পিঠা উৎসবের মুলেই রয়েছে ঢেঁকি। অথচ এখনকার মানুষ এই ঢেঁকি সম্পর্কে জানেই না। ঢেঁকি যেন জাদুঘরে রাখা লাগবে আগামীতে। তিনি আরো বলেন, শীতের সময় বাহারি পিঠার উপস্থাপন ও আধিক্য দেখা যায়। বাঙালির লোক ইতিহাস ও ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে। এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহি:প্রকাশ। যান্ত্রিক সভ্যতার এই ইট-কাঠের নগরীতে হারিয়ে যেতে বসেছে পিঠার ঐতিহ্য। সময়ের স্রোত গড়িয়ে লোকজ এই শিল্প আবহমান বাংলার অপরিহার্য অঙ্গ হয়ে উঠলেও এ যুগে সামাজিকতার ক্ষেত্রে পিঠার প্রচলন অনেকটাই কমে এসেছে। আগামীতে আরো বৃহত পরিসরে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে, সেই সাথে আয়োজকদেরকে ধন্যবাদ জানান।
উক্ত পিঠা উৎসবে ২৮টি ষ্টল ছিল ও কৃষি স্টল ছিল ৮টি। লোকজ এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে বাঙালির পিঠা পার্বণের আনন্দধারায় দিনব্যাপী পিঠা উৎসব ও কৃষি মেলা ঘিরে মানুষের পদচারনায় মুখরিত ছিল দিনব্যাপী। সকাল থেকে শুরু হওয়া উৎসবের দিন শেষে বিকেলে আয়োজক কমিটি বিচার বিশ্লেষন করে মোট ৩৬টি স্টলের মধ্য থেকে প্রথম স্থান অর্জনকারী চেয়ারম্যান বাড়ীর স্টলের হাতে তুলে দেন বড় একটি ফ্রিজ, ২য় স্থান অধিকারী আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ স্টলের হাতে তুলে দেন একটি এলইডি টিভি, তৃতীয় স্থান অধিকারী স্টল আলাউদ্দিন আহমেদ ক্যাডেট স্কুলকে প্রদান করেন একটি ওভেন। এভাবে পর্যায়ক্রমে ১ম থেকে ১১টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন। এছাড়াও অংশগ্রহনকারী প্রতিটা প্রষ্ঠিানকেই শান্তনা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে উৎসবস্থলের মঞ্চে অনুষ্ঠিত হয় নাচ, গান, আবৃত্তিসহ নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম। এতে বিভিন্ন শিল্পীদের পাশাপাশি অংশ নিচ্ছেন সময়ের সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল শিল্পীরা, তাদের হাতেও শান্তনা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন বলেন, হাজার বছরের সমৃদ্ধশালী সংস্কৃতির উত্তরাধিকারী নারীরা। তারা খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। তবে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার। শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়। এদেশের নারী সমাজ লোকজ শিল্পকর্মে অত্যন্ত নিপুণ এবং সুদক্ষ। তিনি আরও বলেন, বাঙালিরা চিরকালই অতিথি পরায়ণ। সামাজিক বন্ধনটিও শক্ত। এতে করে শহরের মানুষরা এখানে ছুটে আসবে। পিঠা খাওয়ার পাশাাপশি আনন্দ করবে-সে আনন্দের ভাগ সবাই পাবে। এ জন্যই শীতে আমাদের এই আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আলাউদ্দিন আহমেদ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল গফ্ফার, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ চয়েন উদ্দিন মোল্লা, আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ স্হানীয় মানুষ পিঠা প্রদর্শন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন জোয়ার্দার।
মিরপুরে ডাঃ মুসতানজীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মিরপুর (কুষ্টিয়া) আশিক –
কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমলায় ওয়েষ্টার্ণ ডায়াগনস্টিক এন্ড হেলথ কেয়ার (প্রাঃ) লিমিটেডে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাসের নেতৃত্বে ডাঃ মাহমুদুল হক সহ ৭ সদস্যে একটি দল গতকাল রোববার দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময়ে তিনি বিভিন্ন বয়সের প্রায় শতাধিক রোগীর ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়াও তিনি স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। স্বাস্থ্য ক্যাম্পটি সার্বিকভাবে সহযোগিতা করেন ওয়েষ্টার্ণ ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেডের এমডি আলহাজ্ব বশির আহমেদের পক্ষে আসাদুল হক মিল্টন।
সুলতান খন্দকারের খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও  মানববন্ধন। 
মিরপুর (কুষ্টিয়া) আশিক –
পূর্ব বিরোধের জের এবং টাকা ছিনিয়ে নিতে বাধা দিলে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোশারফপুর গ্রামের সুলতান খন্দকার নামে এক গাড়ী ব্যবসায়ী । এই ঘটনায় গত চারদিনেও মামলার মূল আসামী গ্রেপ্তার না হওয়ায়, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার(১২ ফেব্রুয়ারী) দুপুর বারোটার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোশারফপুর এলাকা থেকে কয়েক হাজার এলাকাবাসী বিক্ষোভ মিছিল সহকারে মিরপুর বাজারে এসে মানববন্ধনে মিলিত হয়। এসময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর সহ সম্মানিত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা চারদিনেও মামলার মূল আসামী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন । একই সাথে আসামীদের দ্রুত গ্রেফতার ও তাদের বিচারের দাবি করেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হল,  সামনের দিনে আরও বড় আন্দোলনের কর্মসূচি দেওয়ার আল্টিমেটাম দেন বক্তারা।
উল্লেখ্য, পূর্ব বিরোধের জেরে গাড়ী ব্যাবসায়ী সুলতানের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সুলতানের প্রতিপক্ষ প্রতিবেশি শাহিন আলী এবং তার সহযোগীরা। এসময় সুলতানের কাছে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নিতে গেলে বাধা দেয় সুলতান,  এতে আরো ক্ষিপ্ত হয়ে সুলতানের পেটে ছুরিকাঘাত করে শাহিন। গুরুতর আহত অবস্থায় সুলতানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে সুলতানের মৃত্যু হয়। নিহত সুলতান খন্দকার কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোশারফপুর গ্রামের খন্দকার আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

কুষ্টিয়ার আলাউদ্দিন নগর মুখরিত ছিল পিঠা উৎসব ও কৃষি মেলায়।

Update Time : ০৫:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
কুষ্টিয়ার আলাউদ্দিন নগর মুখরিত ছিল পিঠা উৎসব ও কৃষি মেলায়।
জেলা প্রতিনিধিঃ
বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। যখনই পিঠা-পায়েস, পুলি কিংবা নাড়ুর কথা উঠে তখনি শীত ঋতুটি আমাদের চোখে ভাসে। প্রতি শীতেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা পুলির উৎসব। তেমনি গত শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী পার্কের মাঠ প্রাঙ্গনে পিঠা উৎসব ও কৃষি মেলার আয়োজন করে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন। খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। তবে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার। শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়। প্রাণের টানে ছুটে আসা সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠেছে উৎসবস্থল। শীতের পিঠা-পুলিসহ নানা বৈচিত্রময় পিঠার পসরা সাজিয়ে উৎসবে আগত দর্শনার্থীদের মনোযোগ কেড়েছে পিঠা উৎসবে অংশ নেয় স্টলগুলো। সেই পসরায় মুগ্ধ হয়ে স্টলে স্টলে পিঠা খেতে ভিড় জমিয়েছেন সকল বয়সের মানুষ।
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার সকাল ৯টার সময় পিঠা উৎসব ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন, বিশিষ্ঠ শিল্পপতি, সমাজসেবক আলাউদ্দিন নগরের রূপকার ও শিক্ষাপল্লীর জনক দানবীর আলাউদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাঙালির ঐতিহ্য প্রবাহেরই একটি অংশ হচ্ছে পিঠা। এ দেশের লোক সংস্কৃতিরও অংশ সবার প্রিয় এই খাদ্যটি। আর পিঠা শিল্পীদের বানানো প্রতিটি পিঠায় থাকে প্রাণের ছোঁয়া, মিশে থাকে আবেগ যা পৃথিবীতে বিরল। পিঠা উৎসবের মুলেই রয়েছে ঢেঁকি। অথচ এখনকার মানুষ এই ঢেঁকি সম্পর্কে জানেই না। ঢেঁকি যেন জাদুঘরে রাখা লাগবে আগামীতে। তিনি আরো বলেন, শীতের সময় বাহারি পিঠার উপস্থাপন ও আধিক্য দেখা যায়। বাঙালির লোক ইতিহাস ও ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে। এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহি:প্রকাশ। যান্ত্রিক সভ্যতার এই ইট-কাঠের নগরীতে হারিয়ে যেতে বসেছে পিঠার ঐতিহ্য। সময়ের স্রোত গড়িয়ে লোকজ এই শিল্প আবহমান বাংলার অপরিহার্য অঙ্গ হয়ে উঠলেও এ যুগে সামাজিকতার ক্ষেত্রে পিঠার প্রচলন অনেকটাই কমে এসেছে। আগামীতে আরো বৃহত পরিসরে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে, সেই সাথে আয়োজকদেরকে ধন্যবাদ জানান।
উক্ত পিঠা উৎসবে ২৮টি ষ্টল ছিল ও কৃষি স্টল ছিল ৮টি। লোকজ এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে বাঙালির পিঠা পার্বণের আনন্দধারায় দিনব্যাপী পিঠা উৎসব ও কৃষি মেলা ঘিরে মানুষের পদচারনায় মুখরিত ছিল দিনব্যাপী। সকাল থেকে শুরু হওয়া উৎসবের দিন শেষে বিকেলে আয়োজক কমিটি বিচার বিশ্লেষন করে মোট ৩৬টি স্টলের মধ্য থেকে প্রথম স্থান অর্জনকারী চেয়ারম্যান বাড়ীর স্টলের হাতে তুলে দেন বড় একটি ফ্রিজ, ২য় স্থান অধিকারী আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ স্টলের হাতে তুলে দেন একটি এলইডি টিভি, তৃতীয় স্থান অধিকারী স্টল আলাউদ্দিন আহমেদ ক্যাডেট স্কুলকে প্রদান করেন একটি ওভেন। এভাবে পর্যায়ক্রমে ১ম থেকে ১১টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন। এছাড়াও অংশগ্রহনকারী প্রতিটা প্রষ্ঠিানকেই শান্তনা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে উৎসবস্থলের মঞ্চে অনুষ্ঠিত হয় নাচ, গান, আবৃত্তিসহ নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম। এতে বিভিন্ন শিল্পীদের পাশাপাশি অংশ নিচ্ছেন সময়ের সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল শিল্পীরা, তাদের হাতেও শান্তনা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন বলেন, হাজার বছরের সমৃদ্ধশালী সংস্কৃতির উত্তরাধিকারী নারীরা। তারা খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। তবে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার। শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়। এদেশের নারী সমাজ লোকজ শিল্পকর্মে অত্যন্ত নিপুণ এবং সুদক্ষ। তিনি আরও বলেন, বাঙালিরা চিরকালই অতিথি পরায়ণ। সামাজিক বন্ধনটিও শক্ত। এতে করে শহরের মানুষরা এখানে ছুটে আসবে। পিঠা খাওয়ার পাশাাপশি আনন্দ করবে-সে আনন্দের ভাগ সবাই পাবে। এ জন্যই শীতে আমাদের এই আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আলাউদ্দিন আহমেদ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল গফ্ফার, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ চয়েন উদ্দিন মোল্লা, আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ স্হানীয় মানুষ পিঠা প্রদর্শন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন জোয়ার্দার।
মিরপুরে ডাঃ মুসতানজীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মিরপুর (কুষ্টিয়া) আশিক –
কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমলায় ওয়েষ্টার্ণ ডায়াগনস্টিক এন্ড হেলথ কেয়ার (প্রাঃ) লিমিটেডে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাসের নেতৃত্বে ডাঃ মাহমুদুল হক সহ ৭ সদস্যে একটি দল গতকাল রোববার দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময়ে তিনি বিভিন্ন বয়সের প্রায় শতাধিক রোগীর ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়াও তিনি স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। স্বাস্থ্য ক্যাম্পটি সার্বিকভাবে সহযোগিতা করেন ওয়েষ্টার্ণ ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেডের এমডি আলহাজ্ব বশির আহমেদের পক্ষে আসাদুল হক মিল্টন।
সুলতান খন্দকারের খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও  মানববন্ধন। 
মিরপুর (কুষ্টিয়া) আশিক –
পূর্ব বিরোধের জের এবং টাকা ছিনিয়ে নিতে বাধা দিলে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোশারফপুর গ্রামের সুলতান খন্দকার নামে এক গাড়ী ব্যবসায়ী । এই ঘটনায় গত চারদিনেও মামলার মূল আসামী গ্রেপ্তার না হওয়ায়, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার(১২ ফেব্রুয়ারী) দুপুর বারোটার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোশারফপুর এলাকা থেকে কয়েক হাজার এলাকাবাসী বিক্ষোভ মিছিল সহকারে মিরপুর বাজারে এসে মানববন্ধনে মিলিত হয়। এসময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর সহ সম্মানিত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা চারদিনেও মামলার মূল আসামী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন । একই সাথে আসামীদের দ্রুত গ্রেফতার ও তাদের বিচারের দাবি করেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হল,  সামনের দিনে আরও বড় আন্দোলনের কর্মসূচি দেওয়ার আল্টিমেটাম দেন বক্তারা।
উল্লেখ্য, পূর্ব বিরোধের জেরে গাড়ী ব্যাবসায়ী সুলতানের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সুলতানের প্রতিপক্ষ প্রতিবেশি শাহিন আলী এবং তার সহযোগীরা। এসময় সুলতানের কাছে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নিতে গেলে বাধা দেয় সুলতান,  এতে আরো ক্ষিপ্ত হয়ে সুলতানের পেটে ছুরিকাঘাত করে শাহিন। গুরুতর আহত অবস্থায় সুলতানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে সুলতানের মৃত্যু হয়। নিহত সুলতান খন্দকার কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোশারফপুর গ্রামের খন্দকার আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।