Dhaka ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে অরণ্য সংগঠনের তৈরি করা সেলুনে মিনি লাইব্রেরী ছড়িয়ে দিচ্ছেন জ্ঞানের আলো ।

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ৫৯৬ Time View
“কুড়িগ্রামের উলিপুরে অরণ্য সংগঠনের তৈরি করা সেলুনে মিনি লাইব্রেরী ছড়িয়ে দিচ্ছেন জ্ঞানের আলো ।

আবুল কালাম আজাদ। উলিপুর প্রতিনিধি –

কুড়িগ্রামের উলিপুরে অরণ্য সংগঠনের তৈরি করা মিনি লাইব্রেরী জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন সকল শ্রেণির পেশার মানুষের মাঝে। মিনি লাইব্রেরী বিভিন্ন সেলুনে ও দোকানের দেয়ালে স্থাপন করা হয়েছে। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

সরেজমিন উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে তপন চন্দ্র সর্মার সেলুনে গিয়ে দেখা যায়, সেলুনে চুল কাটাতে আসা বিভিন্ন শ্রেণি পেশার লোক এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা বসে বসে অবসর সময়ে মিনি লাইব্রেরীর বই পড়তে ব্যাস্ত সময় পার করছেন। মিনি লাইব্রেরীতে বিভিন্ন লেখকের গল্পের বই দেখা যায়। সেলুনে যখন কাষ্টমারের চাপ দেখা যায় তখন তাদের হাতে একটি করে গল্পের বই ধরিয়ে দেয়া হয়। এ ভাবেই চলে দিনের পর দিন জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার কাজ। সেলুনের নরসুন্দর তপন চন্দ্র সর্মার কাষ্টমারদের বই পড়াতে অনেক ভালো লাগে। তিনি মনে করেন কাষ্টমাররা অবসর সময় বসে অযাথা সময় নষ্ট না করে একটু জ্ঞান অর্জন করুক।
সেলুনে চুল কাটাতে আসা নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী নয়ন আহমেদ বলেন, আমি প্রাই তপন কাকুর সেলুনে চুল কাটাতে আসি। এখানে অনেক লোকের ভীড় হয়ে থাকে। কাজের সিরিয়াল পেতে অনেক সময় লাগে। তখনই আমি ভালো ভালো লেখকের বই মিনি লাইব্রেরী থেকে নিয়ে পড়তে শুরু করি। গল্পের বই পড়তে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে বই পড়তেই তপন কাকুর সেলুনে চুল কাটাতে আসি।
এ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে চুল কাটাতে আসা মজনু মিয়া (২২), সুজন (২৩), সৌরভ (১৭) ও সোহেল রানা (১৫) সহ আরও অনেকে বলেন, আমরা তপন কাকুর সেলুনে চুল কাটাতে আসার উদ্দেশ্যেই হলো যেটুকু সময় বসে থাকতে হয় সেই সময় টুকুর মধ্যে মিনি লাইব্রেরী থেকে বই নিয়ে পড়তে পারি। তপন কাকুও আমাদেরকে বই পড়ার কথা বলেন। আমাদের অনেক ভালো লাগে। সে কারণেই আমরা তপন কাকুর সেলুন ছাড়া কোথাও চুল কাটাতে যাইনা বলে জানান তারা।
এ বিষয়ে নরসুন্দর তপন কুমার সর্মা বলেন, আমার সেলুনে মিনি লাইব্রেরী স্থাপন করা হয়েছে। সর্বসাধারণের জন্য। সেলুনে চুল কাটাতে আসা কাষ্টমার এমনিতে বসে থাকলে আমাকে ভালো লাগেনা। আমি তাদেরকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করি। তখন তারা অবসর সময়ে বই নিয়ে পড়ে। বই পড়ার দৃশ্য দেখলে আমাকে অনেক ভালো লাগে। আমার মিনি লাইব্রেরীতে বইয়ের সংখ্যা অনেক কম। বইয়ের সংখ্যা বাড়াতে পাড়লে বই পড়ার জন্য অনেক লোকের সমাগম হত বলে জানান তিনি।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার মধ্যে অরণ্য সংগঠনের পক্ষ থেকে প্রায় ৪টি মিনি লাইব্রেরী স্থাপন করা হয়েছে। আরও কয়েকটি লাইব্রেরী স্থাপন করার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে উলিপুর নতুন বাসস্ট্যান্ড, জানজায়গির, থেতরাই ও ধরনিবাড়িতে সেলুনে ও দোকানে সর্বসাধারণের জন্য দেয়া হয়েছে। যা পরিবেশ বান্ধব অরণ্য সংগঠনের পক্ষ থেকে মিনি লাইব্রেরী স্থাপন করা হয়েছে। প্রতিটি লাইব্রেরীতে ১০ টি করে বই দেয়া হয়েছে।
উপজেলার থেতরাই ইউনিয়নের ইংরেজি প্রভাষক-হযরত ফাতিমা রাঃ পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ এবং জুয়েল ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক জুয়েল রানা বলেন, তপন চন্দ্র সেলুনে মিনি লাইব্রেরী স্থাপন করে যে ভাবে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন তা অতুলনীয়। এভাবে উপজেলার প্রত্যেক সেলুনে কিংবা বিভিন্ন দোকানে মিনি লাইব্রেরী স্থাপন হলে অনেক ভালো হত। এ সকল লাইব্রেরীতে আরও বেশি বই বৃদ্ধি করার দরকার বলে আমি মনে করি।
অরণ্য মিনি লাইব্রেরীর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সোবাহান বলেন, আমরা অরাজনৈতিক সংগঠন এর পক্ষ থেকে ব্যাক্তিগত ভাবে মিনি লাইব্রেরী গুলো সর্বসাধারণের জন্য স্থাপন করেছি। যেন চারিদিকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে এটাই আমাদের উদ্দেশ্য। তিনি আরও বলেন আরও বেশি বেশি করে মিনি লাইব্রেরী স্থাপন এবং বই বৃদ্ধি করতে পারলে সর্বসাধারণ অনেক লাভবান হত।”
আবুল কালাম আজাদ
উলিপুর, কুড়িগ্রাম।
মোবাইল নম্বরঃ ০১৭৩৭৪৮৭৪৩৬
তারিখঃ ১১/০২/২০২৩ ইং
রংপুরের গংগাচড়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সানজিম মিয়া – গংগাচড়া (রংপুর) প্রতিনিধি –
বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে রংপুরের গংগাচড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৮নং আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, মাঠে বাঁশের বেড়া দিয়ে রঙ্গিন কাপড় বেঁধে সমাবেশের স্থান নির্ধারিত করা হয়েছে। নির্দিষ্ট স্থানের পূর্ব কোণে মঞ্চ সাজানো হয়েছে। সমাবেশে যোগ দিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলে দলে মিছিল নিয়ে আসছেন।
মিছিলকারী নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছেন, ‘জামাত–শিবির–রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়; শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’ মিছিলকারী নেতা–কর্মীদের অনেকে এক রঙের টুপি, নারীরা একই রঙের শাড়ী পরে সমাবেশে এসেছেন।
বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের এই শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নোহালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বুলবুল আহমেদ,লাইবুল ইসলাম লেবু,আব্দুল মতিন অভি,মজমুল হোসেন সুরুজ,আনিছুর রহমান আনিছ, হারুন অর রশিদ ,গোলাম মাওলা মোর্শেদ,সাহেদুর রহমান মনাসহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সানজিম মিয়া
গংগাচড়া (রংপুর) প্রতিনিধি
০১৩১৫১৫৭২৭২
Tag :

One thought on “কুড়িগ্রামের উলিপুরে অরণ্য সংগঠনের তৈরি করা সেলুনে মিনি লাইব্রেরী ছড়িয়ে দিচ্ছেন জ্ঞানের আলো ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

কুড়িগ্রামের উলিপুরে অরণ্য সংগঠনের তৈরি করা সেলুনে মিনি লাইব্রেরী ছড়িয়ে দিচ্ছেন জ্ঞানের আলো ।

Update Time : ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
“কুড়িগ্রামের উলিপুরে অরণ্য সংগঠনের তৈরি করা সেলুনে মিনি লাইব্রেরী ছড়িয়ে দিচ্ছেন জ্ঞানের আলো ।

আবুল কালাম আজাদ। উলিপুর প্রতিনিধি –

কুড়িগ্রামের উলিপুরে অরণ্য সংগঠনের তৈরি করা মিনি লাইব্রেরী জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন সকল শ্রেণির পেশার মানুষের মাঝে। মিনি লাইব্রেরী বিভিন্ন সেলুনে ও দোকানের দেয়ালে স্থাপন করা হয়েছে। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

সরেজমিন উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে তপন চন্দ্র সর্মার সেলুনে গিয়ে দেখা যায়, সেলুনে চুল কাটাতে আসা বিভিন্ন শ্রেণি পেশার লোক এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা বসে বসে অবসর সময়ে মিনি লাইব্রেরীর বই পড়তে ব্যাস্ত সময় পার করছেন। মিনি লাইব্রেরীতে বিভিন্ন লেখকের গল্পের বই দেখা যায়। সেলুনে যখন কাষ্টমারের চাপ দেখা যায় তখন তাদের হাতে একটি করে গল্পের বই ধরিয়ে দেয়া হয়। এ ভাবেই চলে দিনের পর দিন জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার কাজ। সেলুনের নরসুন্দর তপন চন্দ্র সর্মার কাষ্টমারদের বই পড়াতে অনেক ভালো লাগে। তিনি মনে করেন কাষ্টমাররা অবসর সময় বসে অযাথা সময় নষ্ট না করে একটু জ্ঞান অর্জন করুক।
সেলুনে চুল কাটাতে আসা নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী নয়ন আহমেদ বলেন, আমি প্রাই তপন কাকুর সেলুনে চুল কাটাতে আসি। এখানে অনেক লোকের ভীড় হয়ে থাকে। কাজের সিরিয়াল পেতে অনেক সময় লাগে। তখনই আমি ভালো ভালো লেখকের বই মিনি লাইব্রেরী থেকে নিয়ে পড়তে শুরু করি। গল্পের বই পড়তে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে বই পড়তেই তপন কাকুর সেলুনে চুল কাটাতে আসি।
এ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে চুল কাটাতে আসা মজনু মিয়া (২২), সুজন (২৩), সৌরভ (১৭) ও সোহেল রানা (১৫) সহ আরও অনেকে বলেন, আমরা তপন কাকুর সেলুনে চুল কাটাতে আসার উদ্দেশ্যেই হলো যেটুকু সময় বসে থাকতে হয় সেই সময় টুকুর মধ্যে মিনি লাইব্রেরী থেকে বই নিয়ে পড়তে পারি। তপন কাকুও আমাদেরকে বই পড়ার কথা বলেন। আমাদের অনেক ভালো লাগে। সে কারণেই আমরা তপন কাকুর সেলুন ছাড়া কোথাও চুল কাটাতে যাইনা বলে জানান তারা।
এ বিষয়ে নরসুন্দর তপন কুমার সর্মা বলেন, আমার সেলুনে মিনি লাইব্রেরী স্থাপন করা হয়েছে। সর্বসাধারণের জন্য। সেলুনে চুল কাটাতে আসা কাষ্টমার এমনিতে বসে থাকলে আমাকে ভালো লাগেনা। আমি তাদেরকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করি। তখন তারা অবসর সময়ে বই নিয়ে পড়ে। বই পড়ার দৃশ্য দেখলে আমাকে অনেক ভালো লাগে। আমার মিনি লাইব্রেরীতে বইয়ের সংখ্যা অনেক কম। বইয়ের সংখ্যা বাড়াতে পাড়লে বই পড়ার জন্য অনেক লোকের সমাগম হত বলে জানান তিনি।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার মধ্যে অরণ্য সংগঠনের পক্ষ থেকে প্রায় ৪টি মিনি লাইব্রেরী স্থাপন করা হয়েছে। আরও কয়েকটি লাইব্রেরী স্থাপন করার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে উলিপুর নতুন বাসস্ট্যান্ড, জানজায়গির, থেতরাই ও ধরনিবাড়িতে সেলুনে ও দোকানে সর্বসাধারণের জন্য দেয়া হয়েছে। যা পরিবেশ বান্ধব অরণ্য সংগঠনের পক্ষ থেকে মিনি লাইব্রেরী স্থাপন করা হয়েছে। প্রতিটি লাইব্রেরীতে ১০ টি করে বই দেয়া হয়েছে।
উপজেলার থেতরাই ইউনিয়নের ইংরেজি প্রভাষক-হযরত ফাতিমা রাঃ পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ এবং জুয়েল ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক জুয়েল রানা বলেন, তপন চন্দ্র সেলুনে মিনি লাইব্রেরী স্থাপন করে যে ভাবে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন তা অতুলনীয়। এভাবে উপজেলার প্রত্যেক সেলুনে কিংবা বিভিন্ন দোকানে মিনি লাইব্রেরী স্থাপন হলে অনেক ভালো হত। এ সকল লাইব্রেরীতে আরও বেশি বই বৃদ্ধি করার দরকার বলে আমি মনে করি।
অরণ্য মিনি লাইব্রেরীর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সোবাহান বলেন, আমরা অরাজনৈতিক সংগঠন এর পক্ষ থেকে ব্যাক্তিগত ভাবে মিনি লাইব্রেরী গুলো সর্বসাধারণের জন্য স্থাপন করেছি। যেন চারিদিকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে এটাই আমাদের উদ্দেশ্য। তিনি আরও বলেন আরও বেশি বেশি করে মিনি লাইব্রেরী স্থাপন এবং বই বৃদ্ধি করতে পারলে সর্বসাধারণ অনেক লাভবান হত।”
আবুল কালাম আজাদ
উলিপুর, কুড়িগ্রাম।
মোবাইল নম্বরঃ ০১৭৩৭৪৮৭৪৩৬
তারিখঃ ১১/০২/২০২৩ ইং
রংপুরের গংগাচড়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সানজিম মিয়া – গংগাচড়া (রংপুর) প্রতিনিধি –
বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে রংপুরের গংগাচড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৮নং আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, মাঠে বাঁশের বেড়া দিয়ে রঙ্গিন কাপড় বেঁধে সমাবেশের স্থান নির্ধারিত করা হয়েছে। নির্দিষ্ট স্থানের পূর্ব কোণে মঞ্চ সাজানো হয়েছে। সমাবেশে যোগ দিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলে দলে মিছিল নিয়ে আসছেন।
মিছিলকারী নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছেন, ‘জামাত–শিবির–রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়; শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’ মিছিলকারী নেতা–কর্মীদের অনেকে এক রঙের টুপি, নারীরা একই রঙের শাড়ী পরে সমাবেশে এসেছেন।
বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের এই শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নোহালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বুলবুল আহমেদ,লাইবুল ইসলাম লেবু,আব্দুল মতিন অভি,মজমুল হোসেন সুরুজ,আনিছুর রহমান আনিছ, হারুন অর রশিদ ,গোলাম মাওলা মোর্শেদ,সাহেদুর রহমান মনাসহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সানজিম মিয়া
গংগাচড়া (রংপুর) প্রতিনিধি
০১৩১৫১৫৭২৭২