চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
মো: মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি –
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘শোকাবহ ফেব্রুয়ারির এক বিকেলে কবিতা পাঠের আসর’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ আসর অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ লেখক পরিষদের শিবগঞ্জ অঞ্চল। কবিতা পাঠের আসরে প্রধান অতিথি ছিলেন- শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। সভাপতিত্ব করেন- চাঁপাইনবাবগঞ্জ লেখক পরিষদের সহ-সভাপতি শাহ নাওয়াজ গামা। অন্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন- লেখক পরিষদের সভাপতি সামসুল ইসলাম টুকু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ দৌলা, শিক্ষানুরাগী মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন- অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদুর রহমান দুলা।
একুশের গান দিয়ে শুরু হয় কবিতা পাঠের আসর। গান পরিবেশন করেন শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সঞ্চালনায় ছিলেন শাহেদ আল মামুন।
পরে অনেকেই কবিতা পাঠে অংশগ্রহণ করেন।