Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৩৪ মাসেও শেষ হয়নি খুলনা নগরীর ৪ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীতকরণ!

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭১২ Time View
৩৪ মাসেও শেষ হয়নি খুলনা নগরীর ৪ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীতকরণ!
মোঃ শামীম হোসেন – খুলনা –
খুলনা মহানগরীর ময়লাপোতা হতে জিরো পয়েন্ট পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীতকরণের কাজ চলছে ধীরগতিতে। ৩৪ মাসে কাজের অগ্রগতি ৮৫ শতাংশ। গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে যানবাহন চলাচলে যেন চরম ভোগান্তির শেষ হচ্ছে না। সড়কের নিরালা অংশে কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে। এ অংশে সড়ক ডিভাইডার এখনও নির্মাণ হয়নি। ময়লাপোতার মোড় হতে সড়কটির প্রবেশদ্বারে শৃঙ্খলা ফিরে আসেনি। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কটির স্পিড ব্রেকারে রয়েছে কিছুটা জটিলতা । প্রকল্পের মেয়াদ ১৪ মাস বৃদ্ধি করা হয়েছে। সেইসাথে প্রকল্পের ব্যয় বৃদ্ধির প্রস্তাবনাও দেওয়া হয়েছে। পানি নিষ্কাশনের জন্য সড়কের দুই পাশের ৮ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজের অগ্রগতি মাত্র ৫০ শতাংশ। চলতি বছরের ৩০ জুনের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, খুলনা-চুকনগর- সাতক্ষীরা মহাসড়কের খুলনা শহরাংশের (৪.০০ কি.মি.) চার লেনে উন্নীতকরণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায় ২০১৯ সালের ২৭ আগস্ট। তখন প্রকল্পটির ব্যয় ছিলো ১০০ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে সড়ক, কালভার্ট ও ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়ে ৮০ কোটি ৭৯ লক্ষ টাকা। এসব কাজ সম্পন্ন করতে ২০২০ সালের ৮ এপ্রিল আতাউর রহমান খান লি. এবং মাহাবুব ব্রাদার্স (প্রা.) লি. (জেভি) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। চুক্তির মেয়াদ ছিলো ২ বছর অর্থাৎ ২০২২ সালের ৭ এপ্রিল পর্যন্ত। প্রকল্পের মূল কাজ ছিলো; বিদ্যমান ৪ কিলোমিটার. সড়ক ৪-লেনে উন্নীতকরণ, সার্ফেসিং (ডিবিএস বেইজ কোর্স ১৫০ মিমি ও ওয়ারিং কোর্স ৫০ মিমি পুরু) ৪ কিলোমিটার, আরসিসি বক্স কালভার্ট নির্মাণ ৫টি, সড়ক ডিভাইডার নির্মাণ ৩ দশমিক ৭৬ কিলোমিটার, কংক্রিট ইউ-ড্রেন নির্মাণ ৮ কিলোটিমার। এছাড়া রক্ষাপ্রদ ( প্রোটেকটিভ) কাজ ১২০০ মিটার। জানা যায়, প্রকল্পটির কাজে শুরু থেকে ধীরগতির কারণে গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি দিয়ে যানবাহন চলাচলে দুর্ভোগ তৈরি হয়, যা এখনও অব্যাহত রয়েছে। তবে কম মাত্রায়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ার আশঙ্কায় সময় বৃদ্ধি করা হয় ১৪ মাস। বর্ধিত সময়ের মেয়াদ ২০২৩ সালের ৩০ জুন। সময় বৃদ্ধির সাথে প্রকল্পের ব্যয়ও ৯ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া হয়েছে। যা অনুমোদনের অপেক্ষায়। এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ জানান, ফিনিশিং কাজ দীর্ঘদিন ধরে ফেলে রাখায় দুর্ভোগ রয়েই গেছে। বিশেষ করে গল্লামারী মোড়ে মাঝের কার্পেটিং সম্পন্ন না করায় প্রায়ই জ্যাম লেগে থাকে। এছাড়া গল্লামারি থেকে জিরোপয়েন্টমুখি লেনে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার দিয়েছে একেবারে টার্ণিং পয়েন্টে। ফলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ মুখেই গাড়িগুলোকে স্পিড ব্রেকারের ওপর দিয়ে টার্ন নিতে হয়। অথচ ১০/১৫ ফুট আগে স্পিড ব্রেকারটা দেয়া যেত এবং সেটাই যথার্থ হতো। খুলনা সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, সড়কটিতে মাটির কন্ডিশন খারাপ হওয়ায় ১ ফুট বালি ফিলিং এর পরিবর্তে ২ ফুট বাড়িয়ে বালির সোয়াম ফিলিং ৩ ফুট বৃদ্ধি করা হয়। এতে করে সড়কের ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। সড়কের দু’ পার্শ্বে সওজ কর্তৃক ড্রেনের ডিজাইন পরিবর্তন করে পরবর্তীতে সিটি কর্পোরেশনের ডিজাইন মোতাবেক ড্রেন নির্মিত হচ্ছে। এ কারণে ব্যয় বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বর্ধিত সময়ের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, দীর্ঘদিনেও সড়কটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় মানুষের দুর্ভোগ বাড়ছে। বর্ষার আগেই সড়ক ও ড্রেনের কাজ দ্রুত শেষ করার দাবি জানাই। ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স (প্রা.) লি. এর প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আশরাফ আলী বলেন, কাজের শুরুতে কিছু জটিলতা সৃষ্টি হওয়ায় এবং নির্মাণ সামগ্রীর দাম দফায় দফায় বৃদ্ধি পাবার কারণে কাজে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে সড়কের ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ডিভাইডারের মধ্যে মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। বাকি রয়েছে শুধু সড়কের ফিনিশিং কাজ। মার্চের মধ্যে সড়কের ফিনিশিংসহ বাকি কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিজাইন পরিবর্তনের কারণে ড্রেন নির্মাণের কাজ বিলম্বে শুরু হয়েছে। ইতোমধ্যে ড্রেন নির্মাণের ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ বর্ধিত সময়ের পূর্বেই শেষ হয়ে যাবে।
খুলনার দাকোপে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শামীম হোসেন- খুলনা –
আসন্ন ১৬ ফেব্রুয়ারী দাকোপ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে দাকোপে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪ টায় চালনা মোহাম্মাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজার সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক কুমারেশ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সন্মানিত অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী স্বেচৃছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চানন মন্ডল, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের মোঃ সরোয়ার হোসেন গহন, মাহমুদুন্নবী মিল্টন, মোঃ ফেরদাউসুর রহমান, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, চালনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম, ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি যথাক্রমে অরুন মন্ডল, চন্দ্র কান্ত মন্ডল, প্রণব কান্তি গাইন, উৎপল মন্ডল, গাজী হাদিউজ্জামান অরেঞ্জ, জয়ম্ত রায়, জয়ন্ত গাইন, সাধারণ সম্পাদক যথাক্রমে আবু মুছা গাজী, বিপ্লব মন্ডল, সমীর মন্ডল, শহিদুল গাজী, দীনবন্ধু সরদার, হাফিজুর গাজী, সঞ্জয় রায়, সৌম্য বিশ্বাস, যুবলীগনেতা রতন কুমার মন্ডল, গোবিন্দ রায় প্রমুখ। সভায় প্রধান অতিথি দলীয় নেতাকর্মীর উদ্দেশ্য বলেন,আসন্ন সম্মেলন সফল ও স্বার্থক করে তুলতে স্বেচ্ছাসেবক লীগের তৃণমূলের সর্বচ্চো সংখ্যাক নেতাকর্মী নিয়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানান। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সম্মেলনে সর্বাত্বক ভাবে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি সকল নেতাকর্মীদের মাঝে খাবার ও পানি সরবরাহের কাজে লিপ্ত থাকতে নির্দেশ প্রদান করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

৩৪ মাসেও শেষ হয়নি খুলনা নগরীর ৪ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীতকরণ!

Update Time : ০৮:৪৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
৩৪ মাসেও শেষ হয়নি খুলনা নগরীর ৪ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীতকরণ!
মোঃ শামীম হোসেন – খুলনা –
খুলনা মহানগরীর ময়লাপোতা হতে জিরো পয়েন্ট পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীতকরণের কাজ চলছে ধীরগতিতে। ৩৪ মাসে কাজের অগ্রগতি ৮৫ শতাংশ। গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে যানবাহন চলাচলে যেন চরম ভোগান্তির শেষ হচ্ছে না। সড়কের নিরালা অংশে কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে। এ অংশে সড়ক ডিভাইডার এখনও নির্মাণ হয়নি। ময়লাপোতার মোড় হতে সড়কটির প্রবেশদ্বারে শৃঙ্খলা ফিরে আসেনি। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কটির স্পিড ব্রেকারে রয়েছে কিছুটা জটিলতা । প্রকল্পের মেয়াদ ১৪ মাস বৃদ্ধি করা হয়েছে। সেইসাথে প্রকল্পের ব্যয় বৃদ্ধির প্রস্তাবনাও দেওয়া হয়েছে। পানি নিষ্কাশনের জন্য সড়কের দুই পাশের ৮ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজের অগ্রগতি মাত্র ৫০ শতাংশ। চলতি বছরের ৩০ জুনের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, খুলনা-চুকনগর- সাতক্ষীরা মহাসড়কের খুলনা শহরাংশের (৪.০০ কি.মি.) চার লেনে উন্নীতকরণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায় ২০১৯ সালের ২৭ আগস্ট। তখন প্রকল্পটির ব্যয় ছিলো ১০০ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে সড়ক, কালভার্ট ও ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়ে ৮০ কোটি ৭৯ লক্ষ টাকা। এসব কাজ সম্পন্ন করতে ২০২০ সালের ৮ এপ্রিল আতাউর রহমান খান লি. এবং মাহাবুব ব্রাদার্স (প্রা.) লি. (জেভি) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। চুক্তির মেয়াদ ছিলো ২ বছর অর্থাৎ ২০২২ সালের ৭ এপ্রিল পর্যন্ত। প্রকল্পের মূল কাজ ছিলো; বিদ্যমান ৪ কিলোমিটার. সড়ক ৪-লেনে উন্নীতকরণ, সার্ফেসিং (ডিবিএস বেইজ কোর্স ১৫০ মিমি ও ওয়ারিং কোর্স ৫০ মিমি পুরু) ৪ কিলোমিটার, আরসিসি বক্স কালভার্ট নির্মাণ ৫টি, সড়ক ডিভাইডার নির্মাণ ৩ দশমিক ৭৬ কিলোমিটার, কংক্রিট ইউ-ড্রেন নির্মাণ ৮ কিলোটিমার। এছাড়া রক্ষাপ্রদ ( প্রোটেকটিভ) কাজ ১২০০ মিটার। জানা যায়, প্রকল্পটির কাজে শুরু থেকে ধীরগতির কারণে গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি দিয়ে যানবাহন চলাচলে দুর্ভোগ তৈরি হয়, যা এখনও অব্যাহত রয়েছে। তবে কম মাত্রায়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ার আশঙ্কায় সময় বৃদ্ধি করা হয় ১৪ মাস। বর্ধিত সময়ের মেয়াদ ২০২৩ সালের ৩০ জুন। সময় বৃদ্ধির সাথে প্রকল্পের ব্যয়ও ৯ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া হয়েছে। যা অনুমোদনের অপেক্ষায়। এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ জানান, ফিনিশিং কাজ দীর্ঘদিন ধরে ফেলে রাখায় দুর্ভোগ রয়েই গেছে। বিশেষ করে গল্লামারী মোড়ে মাঝের কার্পেটিং সম্পন্ন না করায় প্রায়ই জ্যাম লেগে থাকে। এছাড়া গল্লামারি থেকে জিরোপয়েন্টমুখি লেনে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার দিয়েছে একেবারে টার্ণিং পয়েন্টে। ফলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ মুখেই গাড়িগুলোকে স্পিড ব্রেকারের ওপর দিয়ে টার্ন নিতে হয়। অথচ ১০/১৫ ফুট আগে স্পিড ব্রেকারটা দেয়া যেত এবং সেটাই যথার্থ হতো। খুলনা সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, সড়কটিতে মাটির কন্ডিশন খারাপ হওয়ায় ১ ফুট বালি ফিলিং এর পরিবর্তে ২ ফুট বাড়িয়ে বালির সোয়াম ফিলিং ৩ ফুট বৃদ্ধি করা হয়। এতে করে সড়কের ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। সড়কের দু’ পার্শ্বে সওজ কর্তৃক ড্রেনের ডিজাইন পরিবর্তন করে পরবর্তীতে সিটি কর্পোরেশনের ডিজাইন মোতাবেক ড্রেন নির্মিত হচ্ছে। এ কারণে ব্যয় বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বর্ধিত সময়ের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, দীর্ঘদিনেও সড়কটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় মানুষের দুর্ভোগ বাড়ছে। বর্ষার আগেই সড়ক ও ড্রেনের কাজ দ্রুত শেষ করার দাবি জানাই। ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স (প্রা.) লি. এর প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আশরাফ আলী বলেন, কাজের শুরুতে কিছু জটিলতা সৃষ্টি হওয়ায় এবং নির্মাণ সামগ্রীর দাম দফায় দফায় বৃদ্ধি পাবার কারণে কাজে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে সড়কের ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ডিভাইডারের মধ্যে মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। বাকি রয়েছে শুধু সড়কের ফিনিশিং কাজ। মার্চের মধ্যে সড়কের ফিনিশিংসহ বাকি কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিজাইন পরিবর্তনের কারণে ড্রেন নির্মাণের কাজ বিলম্বে শুরু হয়েছে। ইতোমধ্যে ড্রেন নির্মাণের ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ বর্ধিত সময়ের পূর্বেই শেষ হয়ে যাবে।
খুলনার দাকোপে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শামীম হোসেন- খুলনা –
আসন্ন ১৬ ফেব্রুয়ারী দাকোপ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে দাকোপে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪ টায় চালনা মোহাম্মাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজার সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক কুমারেশ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সন্মানিত অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী স্বেচৃছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চানন মন্ডল, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের মোঃ সরোয়ার হোসেন গহন, মাহমুদুন্নবী মিল্টন, মোঃ ফেরদাউসুর রহমান, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, চালনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম, ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি যথাক্রমে অরুন মন্ডল, চন্দ্র কান্ত মন্ডল, প্রণব কান্তি গাইন, উৎপল মন্ডল, গাজী হাদিউজ্জামান অরেঞ্জ, জয়ম্ত রায়, জয়ন্ত গাইন, সাধারণ সম্পাদক যথাক্রমে আবু মুছা গাজী, বিপ্লব মন্ডল, সমীর মন্ডল, শহিদুল গাজী, দীনবন্ধু সরদার, হাফিজুর গাজী, সঞ্জয় রায়, সৌম্য বিশ্বাস, যুবলীগনেতা রতন কুমার মন্ডল, গোবিন্দ রায় প্রমুখ। সভায় প্রধান অতিথি দলীয় নেতাকর্মীর উদ্দেশ্য বলেন,আসন্ন সম্মেলন সফল ও স্বার্থক করে তুলতে স্বেচ্ছাসেবক লীগের তৃণমূলের সর্বচ্চো সংখ্যাক নেতাকর্মী নিয়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানান। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সম্মেলনে সর্বাত্বক ভাবে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি সকল নেতাকর্মীদের মাঝে খাবার ও পানি সরবরাহের কাজে লিপ্ত থাকতে নির্দেশ প্রদান করেন।