সাড়ে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে (মসিক) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।
মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ:
আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ৬৬ হাজার ৪৬২ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক)।এ উপলক্ষে বুধবার শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পেইনে ২০ ফেব্রুয়ারি সকাল ০৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫ টি স্থায়ী ও ৩০১ টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ৫৭ হাজার ১২১ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভার সভাপতি মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এ সময় বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ সবল প্রজন্ম। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুস্থ সবল প্রজন্ম গড়তে ভূমিকা রেখে যাচ্ছে।
তিনি আরও জানান, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সব সময় তার লক্ষ্যমাত্রা অর্জন করে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হবে না। তবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সাথে ভিটামিন -এ সমৃদ্ধ খাবার খাওয়া এবং ভিটামিন এ এর উৎস সম্পর্কে নাগরিকদের সচেতন করায় মনযোগী হতে হবে। তবে এ ক্যাম্পেইন আরও সফল হয়ে উঠবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। এ সময় প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, মসিকের মেডিকেল অফিসার ডা. আসমাউল ইসলাম রুম্পা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমা প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় ভিটামিন এ প্ল্যাস ক্যাম্পেইন বাস্তবায়নে মসিকের ৬৬ জন সুপারভাইজার, ৬০২ জন স্বেচ্ছাসেবকসহ এনজিওকর্মী ও অন্যান্যরা কাজ করবে।
গৌরীপুরে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় মিষ্টি কুমরার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আব্দুর রউফ, গৌরীপুর, (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে বাস্তবায়িত সবজি(মিষ্ঠি কুমরা)প্রদশনীর মাঠ দিবস ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২ টায় গৌরীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বোকাইনগর ইউনিয়নের বালুচড়া গ্রামে কৃষক আবুল ফজলের ফজল এগ্রো খামারে কৃষক নুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর কৃষি অফিসের কমর্রত অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইউপি সদস্য বদর উদ্দিন।
কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি নিলুফার ইয়াসমিন জলি বলেন, আমরা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের নিরাপদ ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করছি। এজন্য তাদের বিভিন্ন উপকরণ ও পরামর্শ প্রদানসহ “পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন” প্রকল্পের আওতায় মাঠ দিবসের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনে বিভিন্ন দিক নিয়ে উদ্বুদ্ধ করছি।
বিশেষ অতিথি দেলোয়ার হোসেন বলেন,আমরা সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই।এজন্য আমাদের উচিৎ নিরাপদ ফসল উৎপাদন। এজন্য পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন করতে হবে।
কৃষক আবুল ফজল বলেন,বেকার ও শিক্ষিত যুবকদের আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত শাক সবজি চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদনের জন্য দেশের কল্যানে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে আমি আমার কৃষকের পাঠ শালার মাধ্যমে প্রান্তিক কৃষক ও বেকার যুবকদের পরামর্শ দিচ্ছি।
সভাপতি নুর আলী বলেন, কৃষকদের এমন মাঠ দিবসের মাধ্যমে কৃষকরা নিরাপদ উপায়ে কম খরচে নিরাপদ ফসল উৎপাদন করে কৃষকরা যেমন উপকৃত হচ্ছে তেমনি নিরাপদ খাদ্য পাওয়া যাচ্ছে।
মাঠ দিবসে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, উপ সহকারি কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম সহ উপস্থিত ছিলেন, এলাকার ৫০জন কৃষক/ কৃষানী।