প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের দুধ খাওয়ানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুলবুল আহমেদ ( বুলু), বদলগাছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে স্কুল ফিডিং/প্রতিবন্ধী শিশুদের দুধ খাওয়ানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ২৮ ফেব্রয়ারী সকাল ১০ ঘটিকায় বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ডাঃ মোঃ নাজমুল হক উপজেলা প্রাণিসম্পদ অফিসারের সভাপতিত্বে স্কুল ফিডিং/প্রতিবন্ধী শিশুদের দুধ খাওয়ানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক পিএএ,খালিদ মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমান,ভেটেরিনারি সার্জন ডা: মো: নাজমুল ইসলাম (সাগর), প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মহোদয় প্রায় ৬০ জন প্রতিবন্ধী শিশুদের ফুল দিয়ে বরণ করেন। এবং প্রতিবন্ধী শিশুসহ সর্বমোট ২০০ জন অতিথিকে দুগ্ধ পান করানো হয়।