যশোর, মনিরামপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে ব্যাপক অনিয়ম জনসাধারনের ভোগান্তি চরমে।
যশোর স্টাফ:
মনিরামপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে ব্যাপক অনিয়ম চলছে। এবং জনসাধারনের ভোগান্তি চরমে এমনি জানিয়েছেন চিকিৎসা নিতে আসা অনেক রুগির সজনেরা। স্থানীয় সুত্রে জানা যায় গত কাল বিকাল আনুমানিক ৫টার সময় মনিরামপুর থানার কাশিপুর কাঠালতলা নামক স্থানে একটি চলন্ত মটর সাইকেলের সাথে পাশের থেকে আর একটি মটর সাইকেল রাস্তা পার্কিং এর সময় সংঘর্ষ হয়, চলন্ত মটর সাইকেল চালক, মনিরামপুর থানার ঝাঁপা আলিম মাদ্রাসার সহকারী কম্পিউটার শিক্ষক মোঃ আসাদুজ্জামান এবং তার স্ত্রী মনিরামপুর থেকে রাজগঞ্জ অর্থাৎ বাড়ি যাওয়ার সময় কাঠালতলা নামক স্থানে এই ঘটনা ঘটে এবং মটর চালক আসাদুজ্জামান এবং তার স্ত্রী গুরুতর ভাবে আহত হয়, তখন স্থানীয় লোক-জন ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি এসে তাদেরকে মনিরামপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কিন্তু হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভাল ডাক্তার না থাকায় কর্তব্যরত পিয়ন মোঃ আক্তারুজ্জামান রুগীকে ভাল ভাবে ড্রেসিং না করে কোন প্রকার ব্যান্ডেস করে দেয় এই সময় সার্ক মানবাধিকারের মনিরামপুর থানার সহ-সভাপতি এবং জনপ্রিয় অনলাইন মিডিয়া নিউজবিডিটুডে২৪ এর নির্বাহী সম্পাদক মুহাঃ মোশাররফ হোসেন রুগীকে দেখতে উপস্থিত হয়, এবং রুগির আত্নীয় সজনেরা জানায় এমন চিকিৎসা চলতে থাকলে রুগির অবস্থা আরও খারাপ হতে পারে এমন অবস্খ দেখে তৎখনাত মোশাররফ হোসেন রুগীকে দ্রুত মনিরামপুর থানার পাশে রোকেয়া ক্লিনিকে নিয়ে যান উন্নত চিকিৎসা জন্য এবং চিকিৎসা দিয়ে বাড়ীতে আনে কিন্তু প্রশ্ন হলোঃ হাসপাতালে ভাল ডক্টর না থাকায় এমন ভাবে চলতে থাকলে হাসপাতালের প্রতি মানুষের আস্থা হারিয়া যাবে এমতবস্থায় বিষয়টি প্রশাসনের ব্যাবস্থা নেওয়ার জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছেন হাসপাতালের অসহায় রুগির সজনেরা।