হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটিকাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা আদায়।
নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি –
হবিগঞ্জের মাধবপুরের আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়ার পুর্ব পাশে মাধবপুর-মনতলা সড়কের শেওলিয়া ব্রীজের এলাকায় কাছে ফসলী জমি থেকে এক্সকেভেটরের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে আমির উদ্দিন নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১মার্চ) দুপুরে সহকারী কমিশনার(ভূমি) রাহাত বিন কুতুব ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে আমির উদ্দিনকে এক লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
আমির উদ্দিন জগদীশপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
বার্তা প্রেরক
নাহিদ মিয়া
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
০১৭৫২-১৮২৪৬৭