পাবনায় বইমেলায় অর্ধকোটি টাকার বই বিক্রি হয়েছে।
শেখ সাখাওয়াত হোসেন, পাবনা (জেলা) প্রতিনিধি –
সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো পাবনার মাসব্যাপী অমর একুশে বইমেলার আয়োজন। এবারের বইমেলায় অর্ধ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এবার পাঠকদের বই ক্রয়ের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাসব্যাপী এ বইমেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই হচ্ছে মানুষের এক অমূল্য সম্পদ এবং জ্ঞান অর্জনের অন্যতম পাথেয়। আর বইমেলা হলো হরেক রকমের বইয়ের সঙ্গে বিচিত্র মানুষের মেলবন্ধন। বইমেলার মাধ্যমে বইয়ের সঙ্গে মানুষের এক ধরনের নিবিড় আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে থাকে। ব্যক্তি জীবনে জ্ঞানার্জনের জন্য বই পড়ার বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসে নের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর হযরত আলী, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ শহীদ মোহাম্মদ ইব্রাহীম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোপাল সান্যাল, ব্যারিস্টার ফারহান ফাহিম প্রমুখ।