“সুনীতি প্রতিষ্ঠা ও কল্যাণ সমিতি”র বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও দোকানপাট নির্মাণের অভিযোগ।
সানজিম মিয়া – গংগাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গংগাচড়া উপজেলার বকশিগঞ্জ বাজার সংলগ্ন সরকার অনুমোদিত একটি ক্লাবের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে দোকানপাট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম (মুন্সিপাড়া) গ্রামের বাবুল আখতার উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বরাবর উক্ত ক্লাবের নিবন্ধন বাতিলসহ ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন করেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, সুনীতি প্রতিষ্ঠা ও কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা মৃত মোফাজ্জল হোসেন (চটকু সাহেব) ও জমি দাতা মৃত আফজালুল হক (হিরু) উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। তাদের মৃত্যুর পর প্রতিষ্ঠানটির যাত্রা বন্ধ হয়ে যাওয়ার ফলে কমিটির সদস্যরা ২০০৬ বা ২০০৭ সাল নাগাদ নিজেদের সুবিধামত সেটি অন্যত্র স্থানান্তর করে বকশিগঞ্জ তালুকভূবন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষ হিসেবে ভাড়া দেয়। পরবর্তীতে ১৯ সালে জমিজমার দাম বৃদ্ধি পেলে বাবুল আখতারের ব্যাক্তিগত ৩ শতাংশ জমি জবর দখল করে দোকানপাট নির্মাণ করেন কমিটির সদস্যরা।
মামলার প্রেক্ষিতে কোর্টের আদেশে তদন্তের দায়িত্ব পেয়ে আলমবিদিতর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শফিকুল ইসলাম ৩ শতক বাদির এবং ৩ শতক বিবাদীর দখলে আছে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেছেন। অভিযোগপত্রেও তাই ছিলো। ক্লাবের সদস্য আব্দুল মালেক,শহিদুল ইসলাম,এনামুল হক,আব্দুল জলিল,মোখলেছুর রহমান,আবদুল কাদের ৬ জন মিলে ৩ শতক জবরদখল করে দোকানপাট নির্মাণ করেছেন।
এ ব্যাপারে গংগাচড়া উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা হানিফ উদ্দিন আহম্মদ জানায়, উক্ত ক্লাবের বিষয়ে ডিডি স্যার প্রতিবেদন চেয়েছিল আমরা তদন্ত সাপেক্ষে প্রতিবেদন পাঠিয়ে দিয়েছি।
ইউনিয়ন ভুমি কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তার বক্তব্যে এবং প্রতিবেদন পর্যালোচনা করেও ব্যাবস্থা গ্রহণে গড়িমসির কারন জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় রংপুর সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল মতিনের সাথে। তিনি বিষয়টি শুনেও কোনও সদুত্তর দেননি।
পরিকল্পনার অভাবে কোটি কোটি টাকা গচ্ছা দিতে হবে।