মোঃ সাইফুল ইসলাম।
কক্সবাজার জেলা প্রতিনিধি!
বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি কক্সবাজার জেলা শাখা রেজিঃ নং ১১৩৮৭ নব গঠিত কমিটি সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা বিনিময় করেন, বাংলাদেশআওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান (মেয়র), জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিমের সাথে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ করেন
বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি কক্সবাজার জেলা শাখার প্রতিনিধী বৃন্দ, যথাক্রমে – মোঃ বাবুল সিদ্দিকী (সভাপতি) জাহেদুল ইসলাম (কার্যকরি সভাপতি) মন্জুর আলম মন্জুর ( সহ সভাপতি) মোঃ জুবাইর ( সহ সভাপতি) আব্দুর রহমান (সহ সভাপতি) আব্দুল্লাহ আল মিঠু ( সহ সভাপতি) মোঃ ইদ্রিস ( সহ সভাপতি) সরুয়ার কামাল সবুজ ( সহ সভাপতি) এস এম নজরুল ইসলাম ( সাধারণ সম্পাদক) ওমর ফারুক মিন্টু ( সহ সাধারণ সম্পাদক) সোহেল রানা ( সহ সাধারণ সম্পাদক) শাহাবুদ্দিন বাবু (সহ সাধারণ সম্পাদক) এনায়েত উল্লাহ বাবুল (সাংগঠনিক সম্পাদক) আল ফয়সাল সিদ্দিকী ( সহ সাংগঠনিক সম্পাদক) আব্বাসউদ্দীন মার্শাল( সহ সাংগঠনিক সম্পাদক) মোঃ রাশেদ ( সহ সাংগঠনিক সম্পাদক) মোঃ সাইফুল ইসলাম (সহ প্রচার সম্পাদক) শহিদুল ইসলাম ( দপ্তর সম্পাদক) আবু রায়হান বদু( শ্রমিক কল্যাণ সম্পাদক) আরিফুল ইসলাম (সমাজ কল্যাণ সম্পাদক) মোঃ আবুল হাসেম ( ত্রণ ও পূর্ণবাসন সম্পাদক) মিজানুর রহমান (কার্যকরী সদস্য) এবং কামাল হোসেন (সদস্য) সহ নব গঠিত কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিতছিলেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক শ্রমজীবী মেহনতী মানুষের কল্যাণ মুলক বিভিন্ন দিক নিদর্শনা প্রধান করেন।।।