শওকত হাসান, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের তাহিরপুরে মধুমতি ব্যাংক লিমিটেড এর ডিজিটাল পয়েন্ট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় তাহিরপুর মধ্য বাজার আর.এইচ মার্কেটের নিচ তলায় মধুমতি ডিজিটাল পয়েন্টটি উদ্বোধন করা হয়।
উদ্বোধন পূর্ব আলোচনা সভায় মধুমতি ব্যাংক এর সুনামগঞ্জ জেলা ইনচার্জ আতিকুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ। এছাড়াও সাংবাদিক বাবরুল হাসান বাবলু, আবুল কাশেম, শওকত হাসান, তাহিরপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি আশ্বাব উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।