মোঃনাজমুল
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারী সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রবীর কুমার দেবনাথ।তিনি ঐতিহ্যবাহী মোরেলগঞ্জ সরকারী সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।(২৫ মে)মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর মোরেলগঞ্জ অঞ্চলের পরিচালক ও ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এর উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে উপজেলা সদস্য সচিব ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান তাঁকে উপজেলা বাছাই কমিটিতে নির্বাচিত ঘোষণা করেন। এছাড়াও উপজেলা পর্যায়ে কলেজের বিভিন্ন উন্নয়নে বিশেষ অবদান রাখায় এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ কলেজ পর্যায়ে অন্যান্য জেলার ন্যায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় প্রবির কুমার নাথ শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনিত হয়েছেন।এছাড়াও তিনি কলেজ শিক্ষার্থীদের সৃজনশীল মেধাবিকাশের লক্ষে নিজ প্রচেষ্টায় কলেজ দেয়ালিকা প্রকাশ করনসহ কলেজের বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড, বৃক্ষ রোপন কর্মসূচী দারিদ্র শিক্ষার্থীদের সহোযোগীতা প্রদান এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে সহায়কমূলক ভুমিকা রাখায় তাকে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়ে অভিব্যক্তি জানতে চাইলে প্রফেসর প্রবীর কুমার দেবনাথ বলেন, সরকারী এস,এম কলেজ মোরেলগঞ্জ উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ৷ এখানে শিক্ষকতা করাও গর্বের। দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এটা অন্যতম। সেখানে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। এতে শিক্ষা ও শিক্ষার্থীদের প্রতি আমার দায়বদ্ধতা অনেকাংশে বেড়ে গেল। ভবিষ্যতেও শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের উন্নয়নে কাজ করে যাব।তিনি আরও বলেন,একজন শিক্ষক হিসেবে সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। আমাকে উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রেষ্ঠত্ব অর্জনের এ বিষয়ে অভিনন্দন ও কৃতঙ্গতা জানিয়েছেন মোরেলগঞ্জ সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ কুমার বিশ্বাস এবং সকল শিক্ষক প্যানেল ।খোঁজ নিয়ে জানা গেছে,, প্রবীর কুমার নাথ সরকারি ব্রজলাল ( বিএল) কলেজ থেকে বাংলায় সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। তিনি ২০০৩ সালে প্রভাষক হিসেবে যোগদান করে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে কর্মরত রয়েছেন।
এদিকে তার এ শ্রেষ্ঠ অর্জনে আনন্দ প্রকাশ করে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মোরেলগঞ্জ এস এম কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা ও বিভিন্ন মহল থেকে সকল সাধারন মানুষ,ও তার শুভাকাঙ্খী বন্ধুরা।