বাজার তদারকি অভিযানে ৩১ হাজার ৯’শ কেজি ভেজাল গুড় ধ্বংস, বাগাতিপাড়ায় কয়েকটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩১ হাজার ৯’শ টাকা জরিমানা
মুনজুরুল হক সুজন,নাটোর থেকে
নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে বাজার তদারকির অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩১ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ভোরে র্যাব-০৫ এর সিপিসি-০২নাটোরের একটি চৌকশ টিমের সহযোগীতায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর’র সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্র্রব্য মিশ্রণে ভেজাল গুড় তৈরীর দায়ে উপজেলার নূরপুর মালঞ্চি তমালতলা বাজার এলাকার উজির গুড় ভান্ডারের মালিক উজির আলীর ৫০ হাজার ,হারুন গুড় ভান্ডারের মো: হারুন ও সোনালী গুড় ভান্ডাররে মালিক সোনালী’র ১০ হাজার, খন্দকার মালঞ্চি বাজার এলাকায় বিষু গুড় ভান্ডারের মালিক বিষু আলীর ১১ হাজার ৯’শ, বড়বাঘা মাজার এলাকায় সোহাগ গুড় ভান্ডারের মালিক সাবিবুর রহমান সোহাগ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরে,সাধারণ জনগনের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা সম্পর্কে সচেতনতার জন্য লিফলেট বিতরণ,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মুনজুরুল হক সুজন
নাটোর থেকে
মোবাঃ ০১৭৭৯৭৬৭৪৬৯
তারিখঃ১৬-১০-২২ খ্রীঃ