এম এস হান্নান ব্যুরোচীফ কক্সবাজার:-
র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার ০২নং ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকার জনসেবা মেডিকেল হলের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট ২০২৩ তারিখ অনুমান ০৫.৪০ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে সরোয়ার হোসেন নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ধৃত ব্যক্তির নিকট হতে সর্বমোট ২৫,৫০০ (পঁচিশ হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় সরোয়ার হোসেন @ সরো (৫৫), পিতা-মৃত জমির হোসেন, মাতা-মৃত সাইর বানু, সাং-উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকা, ০২নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই তিনজন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়। ধৃত মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং পলাতক আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। ধৃত ও পলাতক মাদক কারবারীরা সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে বলে জানা যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।