মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা’র সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই শেখ ইমরুল করিম সংগীয় অফিসার ও ফোর্সসহ জেলার ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য ও বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে (২১ আগষ্ট) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানাধীন দামোদর গ্রামস্থ ফুলতলা বাজার সংলগ্ন জনৈক নান্নু ভুইয়ার বিসমিল্লাহ সুপার মার্কেটের প্রধান গেইট এর উত্তর পার্শ্ব হতে আসামি মোঃ শাহারাফ মোল্যা (২৭) গ্রেফতার করে ডিবি।
জানা যায়, আসামি শাহারাফ যশোর জেলার অভয়নগর থানার শুভরাড়া গ্রামের মোঃ মালেক মোল্যার ছেলে।
ডিবি পুলিশ জানান, আসামী শাহারাফ অসৎ উদ্দেশ্যে মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস বিকাশ/নগদ এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত ভাবে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিভিন্ন বেটিং সাইট যথাক্রমে 1xBet,1xBet Partners, baji365, binance, linebet, rajbet, MOB Cash এর এজেন্ট হিসেবে অনলাইন জুয়া খেলা পরিচালনা করে থাকে।
উক্ত ঘটনায় এসআই শেখ ইমরুল করিম বাদী হয়ে ফুলতলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।