জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলা থানা পুলিশ ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যাক্তিকে আটক করেছে।
২২ আগষ্ট মঙলবার রাতে গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বিদ্যুৎ টাওয়ার পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক হওয়া ব্যাক্তির নাম জহির হোসেন টিটু (৩৬)। তাঁর পিতার নাম জামাল উদ্দিন। সে গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী গ্রামের বাসিন্দা।
নকলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিটুকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে নকলা থানায় মামলা রুজু করে টিটুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।