ইসলামপুরে শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান
মোঃ আব্দুর রহিম জামালপুর জেলা প্রতিনিধি-
জামালপুরের ইসলামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরে নগদ অর্থ প্রদান করা হয়। সোমবার (১৭অক্টোবর) উপজেলা প্রসাশনের উদ্যোগে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমান তিন টি স্কুলের প্রধান শিক্ষকের কাছে নগদ অর্থ প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল নাসের চৌধুরী চার্লেস। মোশাররফ গন্জ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম স্কুল এন্ড কলেজ, গোয়ালের চর উচ্চ বিদ্যালয় এবং বুলবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগদ অর্থ গ্রহণ করেন। শিক্ষার মান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, সততা মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাই মিলে এগিয়ে আসার আহ্বান জানান।