মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
পটুয়াখালীতে খাল দখল করে ড্রেন নির্মানের অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ সুত্রে, পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাটাখালী নামের ১৩’ফুট খাল উন্মুক্ত করার দাবি জানিয়েছেন অত্র এলাকার সচেতন নাগরিক মহল।এলাকাবাসীর দাবি এই এলাকায় ঘনবসতি এতো ছোট ড্রেন কোন কাজেই আসবেনা। খালের দুপাশের জমি দখলের জন্যই কথিত অসাধু ব্যাক্তিদের যোগসাজশে পৌর কর্তৃপক্ষ ড্রেন নির্মান করছেন।
এবিষয়ে গত ১৩/০৬/২৩ ইং তারিখ পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ এর বরাবর আবেদন ও সরাসরি খোলামেলা আলাপ করা হলেও কোন প্রতিকার আসেনি। পরবর্তীতে গত ২১/০৬/২৩ ইং তারিখ জেলা প্রশাসক বরাবর খাল উদ্ধারের আবেদন জানালেও কোন প্রতিকার পাচ্ছে না বলে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগকারী হলেন, জাফর আহম্মেদ তিনি আরও বলেন, ড্রেন নির্মান হলে দু’পাশে জমি বৃদ্ধি পায় তাতে আমার জমিও বারে তবে আমি ও আমার প্রতিবেশীরা জলবদ্ধতার ভোগান্তিতে পরবো। তাই আমি জমি নয় খাল উদ্ধার হলে পরিবেশ ভালো হবে বর্তমানে জলবদ্ধতার কারনে মশার বংশ বিস্তার বেড়েছে। সন্ধ্যার পরে ঘরে থাকা মুশকিল ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে এলাকাবাসী। এছাড়াও জেলা প্রশাসক বরাবর আবেদন করায় পৌরসভা রাতের বেলা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বারবার ধরনা ধরে কোন প্রতিকার পাচ্ছেন না বলে পটুয়াখালী জেলা প্রেসক্লাব সাংবাদিকদের মাধ্যমে পৌর সভার এহনো কার্যক্রম তুলে ধরার জন্য এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদন জানান।
এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম বলেন, অভিযোগটি আমার যোগদানের আগে করা হয়েছে বিধায় আমি অবগত নই। অভিযোগ পত্র দেখে ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, অভিযোগকারীকে ডেকে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত হয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
এনিয়ে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন আকঁন বলেন, পুর্বের ন্যায় খাল উদ্ধার চায় এলাকাবাসী। আমিও জনসাধারনের পক্ষে খালটি উদ্ধার চাই।
এছাড়াও ৮ নং ওয়ার্ডের মহিলা আওয়ামীলীগের সভাপতি চম্পা মৃধা বলেন, আমরা খাল উদ্ধার চাই। খালটি উদ্ধারের জন্য পৌর সভায় আবেদন করা হলেও কোন প্রতিকার আসছেনা। এটা পৌর কর্তৃপক্ষের অনিয়ম। এই অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।