Dhaka ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে নকল ও ভেজাল শিশু খাদ্য, মসলা ও রন্ধন সামগ্রী জব্দ এবং ভ্রাম্যমান আদালত কর্তৃক ১,০০,০০০ /- (এক লক্ষ) টাকা জরিমানা।

  • Reporter Name
  • Update Time : ০২:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • ১১৫ Time View
মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম খালিশপুর থানাধীন বাস্তুহারা এলাকায় একটি কারখানায় বিপুল পরিমাণ নকল ও ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদিত হচ্ছে মর্মে গোপন সংবাদ পায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে আজ ২৪/০৮/২০২৩ খ্রিঃ মেসার্স শারমিন ফুড প্রোডাক্টস ১২নং গলি বাস্তুহারা মেইন রোড, খালিশপুর এর দুইতলা বিশিষ্ট বাড়ির নিচতলার কারখানায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অননুমোদিত শিশু খাদ্য, মশলা এবং রন্ধন সামগ্রী জব্দ করে। যেসকল সামগ্রী জব্দ করা হয় তা নিম্নরূপ ১) শাহী ফুল ক্রিম মিল্ক পাউডার, ২) শাহী স্বাদ-এ ম্যাজিক মশলা, ৩) শাহী বেকিং পাইডার, ৪) শাহী বেকিং সোডা, ৫) শাহী ইষ্ট, ৬) শাহী অরেঞ্জ পিৎজ্জা, ৭) শাহী জিঞ্জার পাউডার, ৮) শারমিনের শাহী ললি পপ চকলেট, ৯) বিভিন্ন মুদ্রার নকশাযুক্ত ক্যান্ডি চকলেট, ১০) শাহী হোয়াইট ভিনেগার, ১১) শাহী সয়া সস, ১২) শাহী হট টমেটো সস, ১৩) শাহী ললি পপ চকলেট, ১৪) শাহী ঘি ফ্লেভার এসেঞ্জ এবং ১৫) শাহী মসলা (চটপটি মসলা, বিরিয়ানি মসলা, চাট মসলা, মাংসের মসলা, বার বি কিউ মসলা, কালা ভুনা মসলা এবং খিচুরি মসলা) ইত্যাদি। অভিযানকালে জানা যায় যে, উক্ত প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী: শারমিন বেগম (২৭) এবং তার স্বামী-মো: শাহিন হোসেন (৩৬) দ্বয় দীর্ঘদিন যাবৎ লাইসেন্স ব্যতীত বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন করে আসছিলেন। মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানের প্রেক্ষিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা উক্ত প্রতিষ্ঠানকে অননুমোদিত বিএসটিআই মানচিহ্ন ব্যবহারের জন্য বিএসটিআই আইন-২০১৮, ধারা-১৫/১৭ অনুযায়ী ১,০০০০০/- (এক লক্ষ) টাকা  জরিমানা অনাদায়ে ১৫ (পনের) দিনের কারাদন্ড প্রদান করেন। এরপর উক্ত কারখানা সীলগালা করে দেওয়া হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

লনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে নকল ও ভেজাল শিশু খাদ্য, মসলা ও রন্ধন সামগ্রী জব্দ এবং ভ্রাম্যমান আদালত কর্তৃক ১,০০,০০০ /- (এক লক্ষ) টাকা জরিমানা।

Update Time : ০২:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম খালিশপুর থানাধীন বাস্তুহারা এলাকায় একটি কারখানায় বিপুল পরিমাণ নকল ও ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদিত হচ্ছে মর্মে গোপন সংবাদ পায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে আজ ২৪/০৮/২০২৩ খ্রিঃ মেসার্স শারমিন ফুড প্রোডাক্টস ১২নং গলি বাস্তুহারা মেইন রোড, খালিশপুর এর দুইতলা বিশিষ্ট বাড়ির নিচতলার কারখানায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অননুমোদিত শিশু খাদ্য, মশলা এবং রন্ধন সামগ্রী জব্দ করে। যেসকল সামগ্রী জব্দ করা হয় তা নিম্নরূপ ১) শাহী ফুল ক্রিম মিল্ক পাউডার, ২) শাহী স্বাদ-এ ম্যাজিক মশলা, ৩) শাহী বেকিং পাইডার, ৪) শাহী বেকিং সোডা, ৫) শাহী ইষ্ট, ৬) শাহী অরেঞ্জ পিৎজ্জা, ৭) শাহী জিঞ্জার পাউডার, ৮) শারমিনের শাহী ললি পপ চকলেট, ৯) বিভিন্ন মুদ্রার নকশাযুক্ত ক্যান্ডি চকলেট, ১০) শাহী হোয়াইট ভিনেগার, ১১) শাহী সয়া সস, ১২) শাহী হট টমেটো সস, ১৩) শাহী ললি পপ চকলেট, ১৪) শাহী ঘি ফ্লেভার এসেঞ্জ এবং ১৫) শাহী মসলা (চটপটি মসলা, বিরিয়ানি মসলা, চাট মসলা, মাংসের মসলা, বার বি কিউ মসলা, কালা ভুনা মসলা এবং খিচুরি মসলা) ইত্যাদি। অভিযানকালে জানা যায় যে, উক্ত প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী: শারমিন বেগম (২৭) এবং তার স্বামী-মো: শাহিন হোসেন (৩৬) দ্বয় দীর্ঘদিন যাবৎ লাইসেন্স ব্যতীত বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন করে আসছিলেন। মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানের প্রেক্ষিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা উক্ত প্রতিষ্ঠানকে অননুমোদিত বিএসটিআই মানচিহ্ন ব্যবহারের জন্য বিএসটিআই আইন-২০১৮, ধারা-১৫/১৭ অনুযায়ী ১,০০০০০/- (এক লক্ষ) টাকা  জরিমানা অনাদায়ে ১৫ (পনের) দিনের কারাদন্ড প্রদান করেন। এরপর উক্ত কারখানা সীলগালা করে দেওয়া হয়।