সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার লালমনিরহাট
পাটগ্রাম আমানতুল্ল্যাহ প্রধান মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কাওছার আলম পলাশের সভাপতিত্বে ভয়াবহ আগস্টের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সাবেক এমডি মোঃ আতাউর রহমান প্রধান,তিনি তার বক্তব্য বলেন বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ স্বাধীন হতোনা, তার নেতৃত্বেই এদেশে স্বাধীন হয়েছে, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে কিন্তু একদল নরপশু বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করে সোনার বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছে আমরা তাদের ধিক্কার জানাই,সেইসাথে তিনি বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের বিদায়ী আত্নার শান্তি কামনা করে দেশের কল্যাণে বীর মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন পেশা শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।