আশিক আলী ।।
কুষ্টিয়ার মিরপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতাধীন প্রশিক্ষণ কেন্দ্রের ২য় ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে গতকাল রোববার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জেব-উন নিসা সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা তথ্য আপা হাসি খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তকলিমা খাতুন, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সোহেল রশিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়ক মনিরুজ্জামান। এসময়ে অতিথিবৃন্দ ১শ’ ৫০ জন প্রশিক্ষণার্থী হাতে ভাতার চেক তুলে দেন।