স্বপন রবি দাশ,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশা ও ক্ষুদ্র নৃগোষ্ঠি, দলিত সম্প্রদায় ,তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো বিভিন্ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি করন বিষয়ক মতবিনিময় সভা।
৩০ আগষ্ট মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে নবীগঞ্জ উপজেলা সভা কক্ষে বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভার চেয়ারম্যান দিলারা হোসেন, সভাপতিত্ব ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নিবাহী অফিসার ইমরান শাহারীয়ার।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল আলম চৌধুরী,যুব উন্নয়ন কমকর্তা বুরহান উদ্দিন, প,জি,ব কমকর্তা শাকিল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা(প্রশিক্ষক) অনুপা সুত্রধর,বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির এলএনওবি সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান। বক্তারা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইমরান শাহারীয়ার বলেন সরকারের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম চালু রয়েছে আপনারা সেই সেবা পাওয়ার জন্য আবেদন করুণ আমরা যাচাই-বাছাইয়ের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করবো সেবার আওতায় নিয়ে আসার। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক হবিগঞ্জের সময় প্রকাশকও সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও ৪নং দিগলবাক ইউপি সদস্য শাহ সুলতান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা নবীগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন রবি দাশ, ৮নং সদরের ইউপি সদস্য হামিদা বেগম, মায়া দাশ,হিজড়া জুই,সাগর প্রমুখ।