শীপ ব্রেকিং-এ সিলিন্ডার বিস্ফোরন
মোহরম আলী, সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতি
১৬ই,অক্টোবর রবিবার আনুমানিক তিনটা এিশ মিনিটের সময় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাড়আউলিয়া এলাকাধীন এম এ শীপ ব্রেকিং লিমিটেডে সিলিন্ডারে বিস্ফোরনের ঘটনা ঘটে।ঘটনাস্হলে ক্রেতা ছালাহউদ্দীন(৩০) ও মোঃ রুবেল(৩২) নামের দুই ব্যাক্তি আহত হয়। আহত ব্যাক্তিদেরকে (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তাদের মধ্যে রুবেলের অবস্থা খুবই আশাঙ্কাজনক, বতর্মানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।উক্ত বিষয়ে জানতে চাইলে,বাংলাদেশ লেবার ওয়ারকিং ফেডারশনের কেন্দ্রীয় কমিঠির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেন।অসেচতনতা ও অনিরাপওার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে বলে জানান স্হানীয়রা।