‘পাঁচবিবিতে গোডাউনে প্রহরীকে বেঁধে লক্ষাধীক টাকার ভুট্টা চুরি’
মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে চাতালের গোডাউনের নিরাপত্তা প্রহরীকে বেধে রেখে লক্ষাধিক টাকার ভুট্টা চুরি করেছে সংঙ্গবদ্ধ চোর। মঙ্গলবার ১৮ অক্টাবর রাত প্রায় ৩ টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের ছোট যমুনা নদীর উপরে চম্পাতলী নামক স্থানে বিশিষ্ট ব্যাবসায়ী ও উপজেলার ধরঞ্জী ইউনিয়নেরে চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর চাতালের গোডাউনের নিরাপত্তা প্রহরীকে হাত মুখ বেধেঁ দুর্ধর্ষ চুরি করছে চোরেরা।
ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম চৌধুরী জানান, সংঙ্গবদ্ধ চোরেরা নিরাপত্তা প্রহরীদের বেধেঁ রেখে চাতালের গোডাউনের তালা ভেঙ্গে প্রায় ৬০ বস্তা ভুট্টা ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে সকালে পাঁচবিবি থানার এস আই আনিস সংঙ্গীয় র্ফোসহ ঘটনারস্তল পরিদর্শনে আসে। এব্যাপারে থানায় অভিযোগ করা হলে, পাঁবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি)পলাশ চন্দ্র দেব জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ।