নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৩ দিন পর আওয়ামিলীগ নেতা আজাদ মিয়ার ছেলে মাসুম মিয়ার(২৫) লাশ সুরমা নদী থেকে উদ্ধার । গত ২২ মার্চ ২০২২ থেকে নিখোঁজ হয় মাসুম। পুরো এলাকা খোজাখুজি করে তাকে না পেয়ে বিশ্বনাথ থানায় অভিযোগ করেন, মাসুম মিয়ার বাবা আজাদ মিয়া।
মাসুম মিয়ার হত্যার সাথে জড়িত শামীম আহমদ ফয়েজ
মাসুম মিয়ার হত্যার সাথে জড়িত শামীম আহমদ ফয়েজ
২৫ মার্চ ২০২২ তারিখ রাতে সুরমা নদীতে মৃতদেহ দেখতে পান এলাকার মানুষ। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে নিখোঁজ মাসুমের লাশ সনাক্ত করে পরিবার।
আওয়ামী নেতা আজাদ মিয়া তার নিজ ভাতিজা শামীম আহমদ ফয়েজ কে সন্দেহ করে ২৬ তারিখ মামলা করেছেন। আজাদ মিয়া মনে করে পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে হত্যা করে নদীতে ফেলে দেয়। তিনি বলেন, শামীম তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে আসছিলো।
হত্যকাণ্ডে শামীম ও তার সাঙ্গপাঙ্গরা জড়িত দাবী করে, তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। আজাদ মিয়া বলেন, আমার ছেলেকে হত্যা করেছে সন্ত্রাসী শামীম। আমি তার ফাঁসি চাই।