ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ফেসবুকের জনপ্রিয় কনটেন্ট কিউরেটর ও সাংবাদিক মহি মিজান আজ সকাল ১০ঃ০০ ঘটিকার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)আয়োজিত অ্যাম্পায়ারিং কোয়ালিফাইং কোর্স-২০১২৩ এর বাছাই পরীক্ষা দিয়েছেন, মিরপুর-২ ন্যাশনাল বিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিসিবি ও আইসিসির অ্যাম্পায়ারের উপস্থিতি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাবেক অ্যাম্পায়ার এনামুল হক মুনি,বিসিবি অ্যাম্পায়ার তানভীর আহমেদ, গাজী সোহেল সহ বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সদস্য রুমানা আহমেদ।
বাছাই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) অ্যাম্পায়ারিং কোয়ালিফাইং কোর্স-২০২৩ এর কার্যক্রম।
চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।।
মহি মিজান বলেন-মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমার পরীক্ষা ভালো হয়েছে,আপনাদের ভালোবাসা ও দোয়ার বিনিময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর জন্য কিছু করতে চাই।।