সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার (লালমনিরহাট)
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থালবন্দরে আবারো অস্থিশীলতা পরিবেশ সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে সাধারণ শ্রমিক সাজ্জাদ, শ্রমিক মাঝে মিথ্যা বানোয়াট গুজব ছড়িয়ে দিচ্ছে।
১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে স্থলবন্দর লেবার ইউনিয়ন এক সংবাদ সম্মেলনে সাজ্জাদ গ্রুপের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে বন্দরের সুষ্ঠু পরিবেশ ফেরানোর আহ্বান জানান। লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক সর্দার হামিদুল ইসলাম , আমাদের বন্দরে লোড-আনলোডে কোনো ধরনের সমস্যা নেই। শ্রমিকের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। কিন্তু সাজ্জাদ গং সংবাদ সম্মেলনে সর্দার কর্তৃক তাকে হত্যাচেষ্টা এবং আমাদের নিয়ে বিভিন্ন সময়ে যে গুজব ও শ্রমিকের মাঝে দাঙ্গা সৃষ্টির পায়তারার চেষ্টা করছে, মুলত এসবের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ ও সংবাদ সম্মেলন । সাজ্জাদ স্বেচ্ছাসেবক দলের নেতা হয়ে শ্রমিক লীগ দাবি করে শ্রমিকদের কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি তাদের ব্যবহার করছে বলেও অভিযোগ করেন। এছাড়াও সাজ্জাদ আলোচিত জুয়েল হত্যা মামলার আসামী হয়ে বুড়িমারী পোর্টকে অস্থিতিশীল করে তুলেছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সর্দার গ্রুপের নেতারা।