মোঃ আমিনূর ইসলাম রাব্বি ব্যুরো প্রধান, ময়মনসিংহ বিভাগ
গত ২৬ জানুয়ারি ২০২৪ ইং তারিখ, শুক্রবার,গফরগাঁও থানার একটি চৌকস টিম গফরগাঁও থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে গফরগাঁও থানার উথুরি সাকিনস্থ হযরত শাহ সুফি শামসুদ্দিন (রহ:) লেংটা বাবা এর মাজারের সামনে পাকা রাস্তার উপর থেকে- মো: কাঞ্চন মিয়া (৩৭), পিতা মৃত- আঃ: রশিদ, সাং- ঘাগড়া,থানা- গফরগাঁও, জেলা-ময়মনসিংহ কে- তল্লাশি করে তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে উক্ত মাদকের আসামী কে- গ্রেপ্তার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করেন গফরগাঁও থানা পুলিশ।