নিজস্ব প্রতিবেদক :
অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এ আসছে উদীয়মান তরুণ লেখক সেলিম হাসানের নতুন উপন্যাস “যে গল্প আজও ছাপা হয়নি”। গ্রন্থটি বের হচ্ছে বই অঙ্গন প্রকাশন থেকে। বইটির চমৎকার প্রচ্ছদ এঁকেছেন সাহাদাত হোসেন। বইটি বইমেলার বীকন পাবলিকেশনের ৫৬৫ নম্বর স্টলে পাওয়া যাবে। ১৪৪ পৃষ্ঠা বইটির শুভেচ্ছা মূল্য ৩৫০ টাকা।
প্রকাশিতব্য বইয়ের সম্পর্কে লেখক বলেন—
ফুলতলী রেলওয়ে স্টেশন। সেই স্টেশনে ‘লতিফ চা স্টোর’-এর সামনে রহস্যময় এক পুরুষের সন্ধান পাওয়া গেছে। মুখ যুগল অপরিষ্কার, শরীরে জড়ানো ছেঁড়া পোশাক। ঠোঁটে সিগারেট ধরিয়ে নিঃশব্দে বসে থাকে। অশ্রু ভেজা তার চোখ, চোখে ভীষণ ক্লান্তি। স্টেশনে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে। কে সে? কী তার পরিচয়? সে কি পাগল? কিন্তু পাগলের যেসব বৈশিষ্ট্য থাকে তা তো তার মাঝে নেই। মিহিতা’র প্রচন্ড কৌতূহল মানুষটিকে ঘিরে। তার সম্পর্কে জানার, তার সঙ্গে কথা বলার। চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। কারণ, সে কারো সঙ্গে কিছু বলে না। কিসের এত টান অনুভব করছে মিহিতা? আদৌ কি সে জানতে পারবে তার পরিচয়?
প্রিয় পাঠক, জানতে হলে বইটি আপনার পড়তে হবে।
“যে গল্প আজও ছাপা হয়নি” উপন্যাসটি আপনার মনে গেঁথে যাবে। সোনালী সময়ে গল্প নিয়ে রচিত হয়েছে। যারা যান্ত্রিক জীবনের চেয়ে নব্বুইয়ের দশকের জীবনকে পছন্দ করে৷ মিস করে সোনালী অতীত, চিঠির দিনগুলোর কথা বইটি তাঁদের জন্য।
খুব সাদামাটা, সহজ সাবলীল ভাষায় রচিত এই রোমান্টিক থ্রিলার জনরার বইটি। শুধু এটুকু জানাতে চাই আমার প্রাণের মানুষদের –কিছুকিছু গল্প আমাদের মস্তিষ্কে গেঁথে যায়। ভাবনায় মিশে যায়। গল্পের চরিত্র গুলোকে জীবন্ত বলে মনে হয়। প্রেমে পড়ে যাই প্রিয় চরিত্রের।গল্পটা সাদামাটা হলেও আপনাকে তাঁর দিকে গভীর ভাবে আকর্ষণ করবে। চোখের তৃষ্ণা বেড়ে যাবে পড়ার জন্য, পড়তে পড়তে আপনি আশ্চর্য ভাবে গল্পের মাঝে ঢুকে পড়বেন। ইনশাআল্লাহ।
উল্লেখ, সেলিম হাসানের পৈতৃক নিবাস বগুড়া জেলার সোনাতলা উপজেলায়। মুহাম্মদ ফেরদাউস প্রামানিক ও সেলিনা বেগমের দাম্পত্য জীবনে জন্মগ্রহণ করেন। সেলিম হাসান তাঁদের প্রথম নন্দন।
অমর একুশে গ্রন্হমেলা ২০২২-এ সময়ের সুর প্রকাশন কর্তৃক প্রকাশিত হয় নীলাবতী নীলাঞ্জনা এটি একটি সামাজিক উপন্যাস, উপন্যাসটি পাঠক মহলে খুব সাড়া ফেললে পরের বছরেরই তিনি বইমেলায় প্রথম সংস্করণ বিক্রিত হলে দ্বিতীয় সংস্করণ বের করা হয়।
এভাবেই লিখে যেতে চান আগামীর দিনগুলোতেও! পাঠক/ পাঠিকা ও শুভাকাঙ্ক্ষীদের প্রাপ্ত দোয়া ও ভালোবাসায়৷
আপনার সফলতা কামনা করছি।