এম এ সাত্তার: কক্সবাজার
নদী ও খালের মাটি-বালি উত্তোলন, দখলের বিরুদ্ধে এবং অবৈধ ড্রেজার মেশিন উচ্ছেদে মাঠে নেমেছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন।
এই ধারাবাহিকতায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চাঁদের পাড়া এলাকায় বাঁকখালী নদীর উপর স্থাপিত রাবার ড্যাম ও তার আশেপাশের এলাকায় থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকালের অভিযানে
প্রায় পৌনে এক কিলোমিটার প্লাস্টিক পাইপ ও অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করে তার মালামাল জব্দ করা হয়েছে। এ সময় এ কাজে জড়িতদের পাওয়া যায়নি। অভিযান পরিচালনাকালে সদর ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিজিবির একটি দল অংশগ্রহণ করেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীতে নির্মিত সেতু- কালভার্ট, নদী ভাঙনসহ পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। স্থানীয় কৃষকদের কৃষি জমি, বাড়িঘর ভাঙনের মুখোমুখি হচ্ছে। এছাড়া বালুমহাল আইনে অবৈধ বালু উত্তোলনকারীদের ড্রেজারমেশিন ও পাইপ ধ্বংস করা হয়। অবৈধ ড্রেজিং এর সাথে সংশ্লিষ্টদের তালিকা করা হচ্ছে। শীঘ্রই নিয়মিত মামলা দায়ের করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।