মোঃ শামীম হোসেন – খুলনা প্রতিনিধিঃ- খুলনার দাকোপে ঢাংমারীর বেনজামিন নামের এক মৌয়াল সুন্দরবনে মধু কাটতে গিয়ে কুমিরের সাথে লড়াই করে জীবন বাঁচিয়ে ফিরেছে বাড়িতে। একটুর জন্য বেঁচে গেলো বেনজামিন! কুমিরের সাথে লড়াই করে ফিরেছে এই মৌয়াল। ০৩ এপ্রিল বুধবার সকালে সুন্দরবনে মধু কাটতে যায় ঢাংমারীর এই যুবক। প্রতিদিনের ন্যায় আজ সকালেও সে খাল সাঁতার কেটে পার হয়ে সুন্দরবনে মধু কাটার জন্য যেতে চায়। জানা যায় খাল পাড়ি দেওয়ার সময় হঠাৎ কুমির এসে আক্রমণ করে বেনজামিনকে। তারপর চলে ধস্তাধস্তি। অনেক ধস্তাধস্তির পর কুমিরের মুখ থেকে ফিরে এসেছেন ক্ষত বিক্ষত মৌয়াল বেনজামিন। পরে বেনজামিনের পরিবার ও এলাকাবাসী তাকে নিয়ে চিকিৎসকের কাছে যায়। দাকোপে পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা চলছে। বেনজামিনের পরিবার বলেন সুস্থ্য হোক। পরে সে নিজেই ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা জানাবে সকলকে।
শিরোনাম :
খুলনার দাকোপে ঢাংমারীর বেনজামিন নামের এক মৌয়াল সুন্দরবনে মধু কাটতে গিয়ে কুমিরের সাথে লড়াই করে ফিরেছে
- Reporter Name
- Update Time : ০৩:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- ১৮১ Time View
Tag :
আলোচিত