মূলহোতা প্রধান শিক্ষক ও ম্যনেজিং কমিটির সভাপতি !!
এন এম দেলোয়ার, পিরোজপুর জেলা প্রতিনিধি
মানুষ গড়ার মহা পবিত্র স্থান বিদ্যালয়।আর সেই বিদ্যালয়ের নিয়োগ নিয়ে রমরমা বানিজ্য করার গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের শূন্য পদ সহ আরও চারটি শূন্য পদ নিয়ে রমরমা বানিজ্য করার গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র এবং অভিযোগকারীরা গণ মাধ্যম কর্মীদের বলেন, গত ১৮/০৮/২৩ দৈনিক আজকের দর্পন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কিন্তু মেয়াদ উত্তীর হওয়ার কারনে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এরপর আবারও কৌশল অবলম্বন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটির সন্মানিত সভাপতি অপূর্ব লাল হালদার ( মানিক) নিয়ম নীতি উপেক্ষা করে নিয়োগ বানিজ্যে নেমে পড়ে। অভিযোগ উঠেছে সমগ্র গোবর্দ্বন এলাকায় সভাপতির নিয়োগ বানিজ্যের কথা ছড়িয়ে পড়ে। বহু ভুক্তভোগী লিখিত আকারে গণ মাধ্যম কর্মীদের কাছে পেশ করেন।
আশ্চর্যের বিষয় সভাপতির নিয়োগ বানিজ্যের কারনে অতীতে আবেদনকারীদের অত্র প্রতিষ্ঠানের অফিস সহকারী উত্তম হালদার গত ১৮/০৪/২০২৪ ইংরেজী তারিখে বলেন,সরকারি নিয়ম অনুসারে নতুন পরিপত্র হয়েছে। তাই নুতন করে আবেদন করিতে হবে। পূর্বের আবেদনকারীরা ব্যাংক ড্রাফটের টাকা ফেরত নিয়ে যান।নতুন করে বিজ্ঞাপন প্রকাশ হলে আমরা বিস্তারিত জানাবো।আর সেই কারণে বেশ কয়েক জন আবেদনকারীরা টাকা ফেরত নিয়ে আসেন।
পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কমলেস হালদারের কাছে বেশ কিছু পূর্বের আবেদনকারীরা সরাসরি যোগাযোগ করেন। নতুন কোন ধরনের বিজ্ঞাপন হয়েছে কিনা। সেই সময়ে প্রধান শিক্ষক বলেন গত ২৮/০৩/২৪ তারিখে বিজ্ঞাপন দে�