জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় “বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ” প্রকল্পের আওতায় ১ দিন ব্যাপী নন-গ্রুপ কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হযেছে।
২৩ মে বৃহস্পতিবার কৃষক প্রশিক্ষণ হলরুমে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা।
প্রশিক্ষণে ৩০ জন কৃষক/কৃষাণী অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে কৃষক/কৃষাণীদের হাতে বিভিন্ন প্রজাতির মৌসুমী শাকসবজির বীজ তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।