জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা পৌরসভার শহর সমন্বয় কমিটির ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংক্রান্ত বিশেষ সভা হয়েছে। ২৯ মে বুধবার দুপুরে পৌর সভাকক্ষে ওই সভা হয়। নকলা পৌরসভা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন পৌরমেয়র হাফিজুর রহমান লিটন। সভায় উপস্থিত পৌরসভার শহর সমন্বয় কমিটির সদস্য, পৌরবাসি ও সাংবাদিকদের সামনে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌরমেয়র হাফিজুর রহমান লিটন। ওই সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সহ-সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান বিদ্যুৎ, পৌর কাউন্সিলর ফরিদ আহম্মেদ লালন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ, শফিউল আলম লাভলু, আরিফুর রহমান, নুর হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান আজাদ।উল্লেথ্য ২০২৪-২০২৫ অর্থবছরে পৌরসভার প্রস্তাবিত বাজেটের সার-সংক্ষেপে আয় ধরা হয়েছে সর্বমোট ৮৭ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ১৬৩ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৮৫ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৩৪৪ টাকা।
শেরপুরের নকলায় মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম বিষয়ক কর্মশালা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম বিষয়ক একদিনের কর্মশালা হয়েছে।
২৯ মে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মলালার আয়োজন করে।
কর্মশালা পরিচালনা করেন মাতৃস্বাস্থ্য বিষয়ক কনসালটেন্ট ডা. হাফিজুল ইসলাম।
কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, মসজিদের ইমাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, ভিজিডি কার্ডধারী মহিলাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা ও ডা. মাহমুদুল হাসান কর্মশালায় উপস্থিত ছিলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আশফাকুল ইসলাম সাব্বির বিপুল ভোটে বিজয়ী।
মোঃ ফয়জুল আলী শাহঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আশফাকুল ইসলাম সাব্বির বিজয়ী হয়েছেন।
রাত সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে জানা গেছে, ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির ১২ হাজার ৫শ ৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১২ হাজার ৪টি।
এই উপজেলা পরিষদের ৩ চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটযুদ্ধে ছিলেন…
সারিয়াকান্দির দুর্গম চরে প্রায় ০৪ কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তা নির্মাণ
রাশেদ, বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে কাজলা ইউনিয়নের দুর্গম চরে লেগেছে আধুনিকতার ছোঁয়া। ঘরে ঘরে বিদ্যুৎ এর পর চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রায় ০৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে দুইটি পাকা রাস্তা।
আর ডি আর আই ডি পি-ইএস এবং জি পি বি ডি আর আই ডি পি-২ আলাদা দুটি প্রকল্পের আওতায় ৪,১২৫ মিটার রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বগুড়া’র বাস্তবায়নে বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে ১ কোটি ৮৮ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে কাজলা ইউনিয়নের আনন্দ বাজার হতে শাহজালাল বাজার পর্যন্ত ২,২১০ মিটার এবং ২ কোটি ২ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে পাকেরদহ হতে আনন্দবাজারগামী ১,৯১৫ মিটার রাস্তা পাকা করন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করে…
শ্রী শ্রী দখিগঞ্জ কেন্দ্রীয় মহাশশ্মশান কমিটি অনুমোদিত
রউফুল আলম, ব্যুরো চীফ,রংপুর:
রংপুর শ্রী শ্রী দখিগঞ্জ কেন্দ্রীয় মহাশশ্মানের নিয়মিত নির্বাহী কমিটি না থাকায় রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের উদ্যোগে শ্রী শ্রী দখিগঞ্জ কেন্দ্রীয় মহাশশ্মানের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সুপারিশক্রমে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা কর্তৃক স্বাক্ষরিত কমিটিতে শ্রী ধীমান ভট্টাচার্যকে সভাপতি এবং শ্রী তাপস সরকার পাপ্পুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ ৩ বছর মেয়াদি শ্রী শ্রী দখিগঞ্জ কেন্দ্রীয় মহাশশ্মান কমিটি অনুমোদন দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সদ্য অনুমোদিত কমিটি…