তহিদুল ইসলাম মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে আশ্রয়ণ— ০২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে ১২৮টি ভূমিহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গৃহ উপহার দেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে একটি পরিবারও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এমন ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে
মণিরামপুর উপজেলার ভুমিহীন পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমি পাকা গৃহ উপহার দেওয়া হয়।
পবিত্র ঈদুল আযহার আগেই মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। ঈদের আগেই এসব পরিবারে আনন্দ করে নিজের ঘরে ঈদ কাটাতে পারে সেই লক্ষে ঘর তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্পের ভুমিহীনদের হাতে জমিসহ ঘরের কাগজপত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, মণিরামপুর থানা ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার,সহ আরো অনেকে।