Dhaka ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন,কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী পরিবার।

  • Reporter Name
  • Update Time : ১০:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ৬৯ Time View

মোঃ যুবরাজ পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালী জেলা প্রেসক্লাবে জমি দখলে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর ) সকাল ১১ টায় প্রেসক্লাব হল রুমে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন পটুয়াখালী সদর উপজেলা ইটবাড়ীয়া দুর্গাপুর গ্রামের মনোরঞ্জন কপালির ছেলে যুগল কাপালী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,(১) এনছার হাওলাদার (২) গোলাম মোস্তফা (৩)ফজলুল হক আলমগীর (৪)মোহাম্মদ রফিকুল ইসলাম মুসা (৫)মোশারফ হোসেন (৬)মিজানুর রহমান (৭)কাওসার হোসেন(মনির)(৮)মশিউর রহমান গং বিগত ১৫ বছর পর্যন্ত অবৈধভাবে ভোগ দখল করিয়া আসিতেছে।আমি একজন গরিব মানুষ এবং হিন্দু পরিবারের লোক বটে। বিবাদীদের লোকজন অনেক বেশি তাহারা আমাকে ও আমার পুত্রদেরকে বিভিন্নভাবে খুন জখম সহ নানান রকম হুমকি ধামকি দিয়ে আসিতেছে। আমার পিতা মহেন্দ্রনাথ কপালীর নিকট হতে ২-৪১শতাংশ জমি খরিদ করিয়াছে । বাকি ৭৭ শতাংশ জমি আমার পিতার রহিয়াছে। কিন্তু বিবাদীরা জোরপূর্বক আমার পিতার বাকি ৭৭ শতাংশ জমিও জোরপূর্ব ভোগ দখল করিয়া আসিতেছে। আমার পিতা জীবিত থাকাকালী আমাকে বলে গিয়েছে যে বাবা আমি সব জমি বিক্রি করি নাই। কিছু জমি আছে তুমি ভালো মানুষ দিয়ে হিসাব-নিকাশ করাইয়া জমি ভোগ দখল করিও আমি আমার নিম্ন তফসিল বর্ণিত জমি হিসাব নিকাশ করিয়া ৭৭ শতাংশ জমি আছে আমি বিবাদীর কাছে বহুবার মৌখিকভাবে বলিলে তাহারা কোন ভ্রুক্ষেপ করে না এবং আমাকে বলে কিসের জমি পাবি। তোর বাবার সব জমি বিক্রি করিয়াছে। আমি মামলা মকর্দমা করিয়া শেষ পর্যায়ে মোঃ শফিনুর ইসলাম ( লিটন)সাবেক মেম্বার মোঃ নাসির হাওলাদার এদেরকে ২য় পক্ষগণ মধ্যস্হাতা করিয়া আমার নিকট পাঠাইলে হালিশের দিন ০৫/১০/২০২৪ তারিখ ধার্য্য করা হয় । আমার পূর্বের মাপ পরিমাপ করিয়া পিলার ও সাইনবোর্ড লাগানো ছিল। উক্ত জমির সাইনবোর্ড ও পিলার উঠাইয়া দ্বিতীয় পক্ষগণ আমাকে আবারও হুমকি দিয়া বলে জমির ধারে কাছে গেলে জীবনের তরে শেষ করিয়া ফালাইবো।তাই আপনাদের মাধ্যমে আমার নিম্ন তফসিল বর্ণিত যমের সঠিকভাবে বুঝ পাইতে পারি তাহার বিহিত বিধান করার মর্জি হয়।

অতএব, জনাব সমীপে আকুল আবেদন যাতে নিম্ন তফসিল বর্ণিস সম্পত্তির ভোগ দখল করিতে পারি তাহার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জনবের একান্ত মর্জি হয়। আমার জীবনের হুমকিও জীবনের তরে শেষ করিয়া ফালাইবে তাই আমি প্রিন্ট মিডিয়া, প্রেস কনফারেন্স করার জন্য পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আবেদন করেছি

তফসিল সম্পত্তির পরিচয়ঃ উপজেলা ও জেলা পটুয়াখালী, মৌজা দুর্গাপুর, জে,এল নং ৩৯, এস,এ,খতিয়ান নং-২৫৮, এস,এ,দাগ নং-১৩০৬ ও ১৩০৭।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন,কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী পরিবার।

Update Time : ১০:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

মোঃ যুবরাজ পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালী জেলা প্রেসক্লাবে জমি দখলে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর ) সকাল ১১ টায় প্রেসক্লাব হল রুমে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন পটুয়াখালী সদর উপজেলা ইটবাড়ীয়া দুর্গাপুর গ্রামের মনোরঞ্জন কপালির ছেলে যুগল কাপালী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,(১) এনছার হাওলাদার (২) গোলাম মোস্তফা (৩)ফজলুল হক আলমগীর (৪)মোহাম্মদ রফিকুল ইসলাম মুসা (৫)মোশারফ হোসেন (৬)মিজানুর রহমান (৭)কাওসার হোসেন(মনির)(৮)মশিউর রহমান গং বিগত ১৫ বছর পর্যন্ত অবৈধভাবে ভোগ দখল করিয়া আসিতেছে।আমি একজন গরিব মানুষ এবং হিন্দু পরিবারের লোক বটে। বিবাদীদের লোকজন অনেক বেশি তাহারা আমাকে ও আমার পুত্রদেরকে বিভিন্নভাবে খুন জখম সহ নানান রকম হুমকি ধামকি দিয়ে আসিতেছে। আমার পিতা মহেন্দ্রনাথ কপালীর নিকট হতে ২-৪১শতাংশ জমি খরিদ করিয়াছে । বাকি ৭৭ শতাংশ জমি আমার পিতার রহিয়াছে। কিন্তু বিবাদীরা জোরপূর্বক আমার পিতার বাকি ৭৭ শতাংশ জমিও জোরপূর্ব ভোগ দখল করিয়া আসিতেছে। আমার পিতা জীবিত থাকাকালী আমাকে বলে গিয়েছে যে বাবা আমি সব জমি বিক্রি করি নাই। কিছু জমি আছে তুমি ভালো মানুষ দিয়ে হিসাব-নিকাশ করাইয়া জমি ভোগ দখল করিও আমি আমার নিম্ন তফসিল বর্ণিত জমি হিসাব নিকাশ করিয়া ৭৭ শতাংশ জমি আছে আমি বিবাদীর কাছে বহুবার মৌখিকভাবে বলিলে তাহারা কোন ভ্রুক্ষেপ করে না এবং আমাকে বলে কিসের জমি পাবি। তোর বাবার সব জমি বিক্রি করিয়াছে। আমি মামলা মকর্দমা করিয়া শেষ পর্যায়ে মোঃ শফিনুর ইসলাম ( লিটন)সাবেক মেম্বার মোঃ নাসির হাওলাদার এদেরকে ২য় পক্ষগণ মধ্যস্হাতা করিয়া আমার নিকট পাঠাইলে হালিশের দিন ০৫/১০/২০২৪ তারিখ ধার্য্য করা হয় । আমার পূর্বের মাপ পরিমাপ করিয়া পিলার ও সাইনবোর্ড লাগানো ছিল। উক্ত জমির সাইনবোর্ড ও পিলার উঠাইয়া দ্বিতীয় পক্ষগণ আমাকে আবারও হুমকি দিয়া বলে জমির ধারে কাছে গেলে জীবনের তরে শেষ করিয়া ফালাইবো।তাই আপনাদের মাধ্যমে আমার নিম্ন তফসিল বর্ণিত যমের সঠিকভাবে বুঝ পাইতে পারি তাহার বিহিত বিধান করার মর্জি হয়।

অতএব, জনাব সমীপে আকুল আবেদন যাতে নিম্ন তফসিল বর্ণিস সম্পত্তির ভোগ দখল করিতে পারি তাহার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জনবের একান্ত মর্জি হয়। আমার জীবনের হুমকিও জীবনের তরে শেষ করিয়া ফালাইবে তাই আমি প্রিন্ট মিডিয়া, প্রেস কনফারেন্স করার জন্য পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আবেদন করেছি

তফসিল সম্পত্তির পরিচয়ঃ উপজেলা ও জেলা পটুয়াখালী, মৌজা দুর্গাপুর, জে,এল নং ৩৯, এস,এ,খতিয়ান নং-২৫৮, এস,এ,দাগ নং-১৩০৬ ও ১৩০৭।