মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি
মামুন ,হত্যার ,বিচার ,চাই
অত্যন্ত দুঃখজনক ঘটনা,
পার্বত্য চট্টগ্রামে আজ অবধি কোন একটি খুনের বিচার হয়নি। এটারও হবে কি না জানি না….??
বাংলাদেশের বাঙ্গালী জাতির সামনে প্রশ্ন রেখে দিলাম, আপনারা এগুলো দেখে দেখে আর কতো চুপ থাকবেন…??
কখন আমাদের ঘুম ভাঙবে…?
সারাদেশ ছাত্র-জনতারা স্বাধীন করলেও পার্বত্য চট্টগ্রাম পরাধীনই রয়ে গেলো…?
আর কতো লাশ হলে জাতি হবে নির্লজ্জ…?
খাগড়াছড়ি নিউজিল্যান্ডে মামুন নামের একজন বাঙ্গালির লাশ উদ্ধার করা হয়।
এরিমধ্যে তাঁর হত্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে, লক্ষ্য করা যাচ্ছে যে উপজাতীয় সন্ত্রাসী কয়েকজন পুরুষ ও পাশে থাকা মহিলারা মিলে মামুনকে নির্মমভাবে হত্যা করে
ভিডিও ফুটেজ দেখে অতিদ্রুত এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
পাহাড়ে আর কোন রক্ত নয় প্রতিবাদ ও নিন্দা অনেক জানিয়েছি
এখন ঘরে বসে থাকার সময় শেষ হুশিয়ার করে বলতে চাই যদিন মাঠে নামতে হয় তাহলে তোমরা ফালানোর জায়গা পাবে না
বাঙ্গালীদের কে অস্ত্র ভয় দেখাইও না
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তোমাদের চেইয়ে ভয়ংকর অস্ত্র ছিল কিন্তু বাঙালি যুদ্ধ যখন একবার নেমে পড়েছে সে ভয়ংকর অস্ত্রের মুখে দাঁড়িয়ে এই দেশকে স্বাধীন করছে,,
আমরা বাঙালি আমরা জীবন দিতে শিখেছি পিছপা হতে শিখি নাই
সুতরাং বাঙালিদেরকে রাঙ্গাইয়ো না যদি রাঙিয়ে দাও তাহলে সামাল দিতে পারবে কিনা একটু চিন্তা করে দেখিও
আমরা চাইনা তোমাদের সাথে যুদ্ধ আমরা চাই পাহাড়ি বাঙালি ভাই ভাই হিসেবে আমরা বসবাস করতে
যদি তোমরা এভাবে রক্ত চাও বাঙ্গালীদের
তাহলে ভাই ভাই আর পরিচয় থাকবে না
সুতরাং সতর্ক হয়ে যাও,, আমরা সেই বাঙালি আমাদের জীবনে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদেরকে কেউ দমাতে পারবে না,,