মুন্সিগঞ্জে লৌহজংয়ে মাদক ব্যবসাইদের উৎপাত
মোঃ আল বাধন লৌহজং উপজেলা প্রতিনিধি
লৌহজং উপজেলার ১০০ বছরে বেশি গোয়ালিমান্ডা ঐতিহাসিক হাট এই এলাকায় মাদক ব্যবসাইদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। মাদক ব্যবসাই মোঃ অন্তর ও তার সহযোগীরা মদ গাঁজা ইয়াবা ও হিরোইন ব্যবসা করে চলছে দীর্ঘ দিন ধরে। এলাকায় তারা চাঁদাবাজি ডাকাতি ও ছিনতাই করে। নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগ করে বলেন এই এলাকায় মাদক ও চাঁদাবাজি বন্ধ করা হোক। পদ্মা সেতু উত্তর থানার ওসি মহোদয় জাকির হোসেন সাথে কথা বললে ওসি মহোদয় বলেন গোয়ালিমান্ডা এলাকায় বেধে গোষ্ঠীরা বসবাস করেন এই বেধে গোষ্ঠীরা ইয়াবা গাঁজা তারা এনে এলাকার কিছু মাদক ব্যবসাইদের দিয়ে বিক্রি করেন । এই বেধে গোষ্ঠীদের গোয়ালিমান্ডা এলাকা থেকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।