মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. এ বি এম ওবায়দুল ইসলামের জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।গতো বুধবার সন্ধ্যা ৬ টায় রওশন -আরা সৃতি মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোরেলগঞ্জ উপজেলা ও পৌর এবং সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।এ সময় বক্তৃতা রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির। এ সময় শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম মুঠোফোন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থ থেকে দল পরিচালনা এবং তার পরিবারের সদস্যদের জন্য দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।দোয়া পরিচালনা করেন চাউলা পট্টি জামে মসজিদের ইমাম অধ্যাপক মাওলানা মোহাম্মদ আলী।
শিরোনাম :
মোরেলগঞ্জে ড.এ বি এম ওবায়দুল ইসলামের শুভজন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত।
- Reporter Name
- Update Time : ০৯:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- ৩২ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;
Tag :
আলোচিত