আজিজুল ইসলাম, খুলনা।
রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ আয়োজিত অধ্যক্ষ খান আলমগীর কবির এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও দোয়া মাহফিল আজ ২৫ আগষ্ট বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
স্মরনসভায় বক্তারা বলেন খান আলমগীর কবিরের স্থান ছিলো সর্বসাধারণের মনি কোঠায়। তিনি ছিলেন একাধারে সমাজসেবক,ক্রীড়াবিধ ও শিক্ষানুরাগী। তার নেতৃত্বে সমাজের অবহেলিত নিষ্পেষিত মানুষের উন্নয়ন সংগঠিত হত। শিক্ষাক্ষেত্রে তার অবদান ছিলো অসামান্য।তিনি সর্বদা গরীব ও দুঃস্থ মানুষদের পাশে থাকতেন। তার আদর্শ আমাদের সকলকে বুকে লালন করে পথ চলতে হবে।
স্মরন সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খান শাহাজাহান কবীর প্যারিস,সৈয়দ মোর্শেদুল আলম বাবু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন,রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান,সাবেক প্রধান শিক্ষক বাকির হোসেন বাকু।
আওয়ামীলীগ নেতা মঈন উদ্দীন শেখের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা সরকারী বয়রা মহিলা কলেজের অধ্যাপক ক্রীড়া ব্যক্তিত্ব খান আহমেদুল কবির চাইনিজ।
স্বাচিপ সভাপতি রবিউল ইসলাম পলাশের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক, সমাজসেবক বাবলু কুমার আঁশ,রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু,সমাজসেবক সৈয়দ মাহবুব আলী,মাহাবুব হোসেন শেখ,সাবেক ছাত্রনেতা বাসুদেব রায় চৌধুরী,আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান খোকন,মোকশেদ ফকির,প্রভাষক বাশির আহম্মেদ লালু, খান মেজবাহ উদ্দিন সেলিম, সমাজসেবক আলম শেখ,মুন্না সরদার,সাবেক ছাত্রনেতা মাহির শেখ,মহসিন হোসেন পাইক,ফ,ম ওহিদুল ইসলাম,যুবলীগ নেতা সরদার জসীম উদ্দিন, জামাল ফকির,মুরাদ মোল্যা,শফিকুর রহমান ইমন,রঞ্জু হালদার,মোস্তাফিজুর রহমান হেলাল,খায়রুজ্জামান সজল,জ্যাকি ইসলাম সজল,আব্দুর রহিম মিনা, ছাত্রনেতা মুক্তাজুল ইসলাম সোহাগ, আশিকুজ্জামান তানভির,আল মামুন এলিচ, হাসান ফারাজী,জহির খান,জাকারিয়া,হানিফ বিশ্বাস, সাকিব মীর, আপন, হাসান,তাহসিন প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আবুল হোসেন।